প্রত্যর্পণে সায়, ২৬/১১-র চক্রী তাহাউর রানাকে শীঘ্রই ভারতের হাতে তুলে দেবে আমেরিকা

নয়াদিল্লি: ভারতের জন্য বড় জয়৷ মুম্বই হামলার অন্যতম চক্রী, তাহাউর হুসেন রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল আমেরিকার আদালত৷ সূত্রের খবর, পাক বংশোদ্ভূত এই…

tahawwur rana extradition order

নয়াদিল্লি: ভারতের জন্য বড় জয়৷ মুম্বই হামলার অন্যতম চক্রী, তাহাউর হুসেন রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল আমেরিকার আদালত৷ সূত্রের খবর, পাক বংশোদ্ভূত এই কানাডীয় ব্যবসায়ীকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ (tahawwur rana extradition order)

প্রত্যর্পণে সায় tahawwur rana extradition order

২০০৮ সালে মুম্বই হামলার অন্যতম চক্রী রানাকে যাতে ভারতের হাতে তুলে দেওয়া হয়, সেই জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল নয়াদিল্লি। বর্তমানে আমেরিকার কারাগারে বন্দি রয়েছেন রানা৷ তবে খুব শীঘ্রই তাঁকে ভারতে পাঠানো হবে৷ ২০২৩ সালের মে মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত সাফ জানিয়ছিল, তাহাউর রানা ‘ভারতে প্রত্যর্পণ করার যোগ্য’। ভারত ও আমেরিকার মধ্যে প্রত্যর্পণ চুক্তি মেনে রানাকে ভারতের হাতে তুলে দেওয়া হবে৷ 

   

ফের মামলা tahawwur rana extradition order

কিন্তু, আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা করেন রানা৷ তাঁর বক্তব্য ছিল, তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া যায় না৷ এটা আইনবিরুদ্ধ। কিন্তু, তাঁর সেই যুক্তি খারিজ করে ভারতের প্রত্যার্পণের সিদ্ধান্তেই সিলমোহ দিল ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চ৷ আমেরিকার আইন অনুযায়ী বিদেশ সচিব প্রত্যর্পণের নির্দেশনামায় সই করবেন৷ 

মুম্বই হামলার পিছনে যে রানার প্রত্যক্ষ মদত ছিল, তার প্রমাণ ইতিমধ্যেই মিলেছে৷ এই মামলায় তাঁকে ভারতে এনে তদন্ত করা এবং বিচার করা উচিত বলেই মার্কিন আদালতের প্য়ানেল মেনে নিয়েছে৷ 

রানাকে পেতে মরিয়া ভারত tahawwur rana extradition order

মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী ছিলেন এই রানা৷ তাঁকে হাতে পেতে প্রায় দেড় দশক আগে ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু সেই সময় ভারতের আবেদন নাকোচ হয়ে যায়। পরবর্তী কালে জামিনও পেয়ে যান রানা৷ এর পর ১৯৯৭ সালের দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফের আবেদন জানায় ভারত৷ ২০২০ সালের জুন মাসে নতুন করে রানাকে গ্রেফতার করে মার্কিন পুলিশ। ক্যালিফোর্নিয়ার একটি জামিনের আবেদন জানান রানা৷ সেই আবেদন খারিজ হওয়ার পরেই প্রত্যর্পণের পথ প্রশস্ত হতে শুরু করেছিল।

World: Major victory for India as the US court orders the extradition of Mumbai attack mastermind Tahawwur Rana. Diplomatic processes are underway to transfer the Pakistani-Canadian businessman to India. Discover the latest updates on this significant development.