Syria Unrest: শেখ হাসিনার মতো পলাতক সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ

প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশে গণবিদ্রোহে ক্ষমতাচ্যুত হয়ে  ভারতে পলাতক ও আশ্রিত শেখ হাসিনা। আর পশ্চিম এশিয়ার দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার দেশের বিদ্রোহী গোষ্ঠীর…

প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশে গণবিদ্রোহে ক্ষমতাচ্যুত হয়ে  ভারতে পলাতক ও আশ্রিত শেখ হাসিনা। আর পশ্চিম এশিয়ার দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার দেশের বিদ্রোহী গোষ্ঠীর তীব্র আক্রমণে (Syria Unrest).পলাতক। তিনি অজানা স্থানে আত্নগোপন করেছেন বলে বিবিসি জানাচ্ছে। যদিও তার পলায়নের সংবাদ প্রাথমিকভাবে অস্বীকার করেছিল সিরিয়ার সেনা। তবে সংবাদ সংস্থা রয়টার্স সিরিয়ার দুইজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশে রাজধানী দামেস্ক ছেড়ে গেছেন। (rebels enter Damascus but Where is  President Assad?)

বিবিসি জানিয়েছে, যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে একটি ব্যক্তিগত বিমান দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে গেছে এবং ‘সম্ভবত এতেই প্রেসিডেন্ট আসাদ ছিলেন’।

   

সিরিয়ায় শেষ হল আসাদ জমানা (Syrian army has admitted defeat to rebel groups)

বিদ্রোহী গোষ্ঠীর কাছে পরাজয় স্বীকার করে নিয়েছে সিরিয়ার সেনা। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী ও অন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সামরিক পোশাক খুলে ফেলেছে।তাদের বলা হয়েছে যে সরকারের পতন হয়েছে এবং তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

টানা ২৪ বছর ক্ষমতায় ছিলেন বাসার আল আসাদ। তার বিরুদ্ধে স্বৈরশাসনের অভিযোগ উঠেছে। অভিযোগ তিনি নিজ দেশ সিরিয়ায় গণহত্যা চালিয়েছেন। দীর্ঘ সময় ধরে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারি সেনার তীব্র সংঘর্ষ চলেছে। বিশ্বের অন্যতম প্রাচীন সিরীয় সভ্যতার ভূমিতে হাজারে হাজারে নিহত।

বিবিসি’র খবর, সিরিয়ার রাজধানী দামাস্কাসে প্রবেশ শুরুর আগে বিদ্রোহীরা দেশটির তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নেয় । আর দামাস্কাসে প্রবেশের ঘটনাকে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামস বা এইচটিএস এর প্রধান ‘ঐতিহাসিক মূহুর্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন “আমাদের বাহিনী রাজধানী দামাস্কাস প্রবেশ করতে শুরু করেছে”।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সহযোগী ছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী (জঙ্গি তালিকাভুক্ত) হিজবুল্লাহ। তাকা সিরিয়ার নির্দিষ্ট কিছু এলাকা থেকে তাদের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

The Syrian army has admitted defeat to rebel groups. The Syrian Observatory for Human Rights (SOHR) reported that members of the Syrian army and other security forces have taken off their military uniforms. They have been told that the government has fallen and that they have been relieved of their duties.