বোরখাতে মুখ ঢাকা যাবে না। এই নির্দেশ (Burqa Ban) অমান্য করলে বিপুল আর্থিক জরিমানা ও কড়া শাস্তি হবে। আগামী ১ জানুয়ারি থেকে নিয়মটি চালু হচ্ছে। ইসলামি ধর্মীয় রীতিতে মহিলাদের পর্দানসীন করার বিধান আছে। তবে এই রীতি মানেন না এমন কোটি কোটি ইসলাম অনুসারী মহিলা আছেন। ইসলামি রীতির দেশ সৌদি আরব বোরখা নিয়ম শিথিল করেছে। আর ইরানে হিজাব ও বোরখা বিরোধী তীব্র রক্তাক্ত আন্দোলন চলেছে। এবার বোরখা নিষিদ্ধ করেছে সুইজারল্যান্ড সরকার।
আগামী বছর জানুয়ারির ১ তারিখ থেকে প্রকাশ্যে প্মুখ ঢেকে রাখে এমন পোশাক নিষিদ্ধের আইন কার্যকর হচ্ছে সুইজারল্যান্ডে। এই দেশটির সরকার গত বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে। সু়ইস ফেডারেল কাউন্সিল জানিয়েছে, বোরখা পরা নিষিদ্ধের আইন কার্যকরের তারিখ ধার্য করা হয়েছে এবং যারা এই আইন ভাঙবেন তাদের অন্তত ১ হাজার ১৪৪ ডলার জরিমানা হতে পারে।
সুইজারল্যান্ডের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বোরখা পরা নিষিদ্ধের এই আইন বিমান, কূটনৈতিক এবং এলাকায় কার্যকর হবে না। ধর্মীয় স্থানগুলোতেও মুখ ঢাকা যাবে। স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে। বিনোদন এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে মুখ ঢাকায় কোনো বাধা থাকবে না। ব্যক্তিগত সুরক্ষার জন্যও মুখ ঢাকা যাবে। তবে এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।
গত বছর সু়ইস ন্যাশনাল কাউন্সিল ১৫১-২৯ ভোটে বোরখা নিষিদ্ধ আইন অনুমোদন করে। এর আগে ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক গণভোটে বোরখা পরিধানের বিরুদ্ধে রায় দেন দেশটির জনগণ। এরপরেই দেশটির পার্লামেন্টে বোরখায় নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস হয়।