মোদীজি আমার অনুপ্রেরণা, নেপালের নবসূচনায় ভারতের সহযোগিতা চাইলেন সুশীলা কার্কি

কাঠমাণ্ডু: নেপালের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। দেশজুড়ে জেন জেড প্রজন্মের নেতৃত্বে সম্প্রতি ব্যাপক গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। আন্দোলনের…

sushila karki to lead interim government

কাঠমাণ্ডু: নেপালের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। দেশজুড়ে জেন জেড প্রজন্মের নেতৃত্বে সম্প্রতি ব্যাপক গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। আন্দোলনের তরুণরা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আস্থা দিয়েছে প্রাক্তন চিফ জাস্টিস সুশীলা কার্কিকে, যিনি সংক্ষিপ্তকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন।

মোদীজিকে নমস্কার

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কার্কি বলেন, “ আমি মোদীজিকে নমস্কার জানাই। মোদীজির প্রতি আমার ধারণা খুবই ভালো। এই আন্দোলনে তরুণরা দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমার উপর আস্থা রেখেছে, আমি তাদের অনুরোধ মেনে দায়িত্ব নিতে প্রস্তুত।”

   

তরুণদের প্রতি শ্রদ্ধা জানানো তাঁর প্রথম অগ্রাধিকার হবে বলে জানান তিনি। “আমাদের তরুণ—ছেলেমেয়ে যারা আন্দোলনের সময় প্রাণ হারিয়েছেন, তাদের জন্য অবিলম্বে কিছু করতে হবে। তাদের কষ্ট ও আত্মত্যাগকে সম্মান জানানোই আমাদের কাজের মূল উদ্দেশ্য।”

নেপালের ইতিহাস সবসময়ই চ্যালেঞ্জে পূর্ণ sushila karki to lead interim government

নেপালের রাজনৈতিক জটিলতা প্রসঙ্গে কার্কি বলেন, “নেপালের ইতিহাস সবসময়ই চ্যালেঞ্জে পূর্ণ। পরিস্থিতি এখন কঠিন, তবে আমরা একসঙ্গে কাজ করে দেশের জন্য নতুন সূচনা করার চেষ্টা করব।”

ভারতের ভূমিকার প্রশংসাও করতে ভোলেননি কার্কি। তিনি বলেন, “ভারতের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা ও ভালোবাসা আছে। ভারত নেপালকে নানা ভাবে সহায্য করেছে।’’ তাঁর কথায়, আমরা নেপালের উন্নয়নের জন্য কাজ করব৷ 

Advertisements

এদিকে রাজধানী কाঠমাণ্ডু এখনও কারফিউয়ের আওতায়। সেনারা খালি রাস্তায় পাহারা দিচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্দোলনে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছে ১,০০০-এর বেশি মানুষ। তবে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর ২৪ ঘণ্টা বন্ধের পর আবার চালু হয়েছে। নিরাপত্তা বাহিনী ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করেছে।

সুশীলা কার্কির নেতৃত্বে নেপাল একটি নতুন রাজনৈতিক সূচনা করতে যাচ্ছে। তরুণ প্রজন্মের আস্থা ও অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে দেশ স্থিতিশীলতা ও উন্নয়নের দিকে এগোতে চাইছে।

World: Following widespread protests led by Gen Z, Nepal’s Prime Minister K.P. Sharma Oli has resigned. Former Chief Justice Sushila Karki will serve as the interim leader, promising to honor the sacrifices of the youth protestors.