
মঙ্গলবার পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলা ঘটে। আত্মঘাতী হামলার ঘটনায় অন্তত ৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানের একটি স্থানীয় পুলিশ স্টেশনে। জানা গিয়েছে প্রথমে এক দল জঙ্গি থানায় হামলা চালায়। এরপর আত্মঘাতী হামলা ঘটায়।
জানা গিয়েছে, একাধিক আত্মঘাতী বোমা হামলাকারী নিরাপত্তা কম্পাউন্ডে প্রবেশ করে এবং প্রাঙ্গনের মধ্যে বিস্ফোরণ ঘটায়। জঙ্গিরা নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে গোলাগুলি।
পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতীয় অঞ্চলের কাছাকাছি এই হামলার দায় স্বীকার করেছে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










