ধূমপায়ীদের বিরুদ্ধে কড়া নিয়ম। ১ জানুয়ারি ২০০৭-এর পর জন্মালে করা যাবে না ধূমপান (Smoking)। সিগারেট সহ তামাকজাতীয় পণ্য নিষিদ্ধকরণে বড় পদক্ষেপ নীল মালদ্বীপ। ইসলামিক দেশ মালদ্বীপের স্বাস্থ্য দফতর ধূমপান রোধে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। নাগরিকদের স্বাস্থ্যরক্ষার ক্ষেত্রে মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রক দাবী করেছে, বিশ্বে এই নিরিখে তারা প্রথম দেশ হিসেবে নজির গড়ল।
চলতি বছরের শুরুতেই এর ইঙ্গিত দিয়েছিলেন রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu)। ১ নভেম্বর থেকে ধূমপান ও তামাকজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয়ের উপর এবার আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করল মালদ্বীপ (Maldives)। স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করে, “নতুন নিয়ম অনুসারে ১ জানুয়ারি, ২০০৭-এর পর জন্মালে তাঁরা কোনোরকম তামাকজাতীয় পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা সকল ধরণের তামাকের ক্ষেত্রে প্রযোজ্য, এবং খুচরা বিক্রেতাদের বিক্রির আগে ক্রেতার বয়স যাচাই করতে হবে।”
পর্যটকদের উপরেও আরোপিত নিষেধাজ্ঞা
এই নিয়ম কেবলমাত্র মালদ্বীপের বাসিন্দা নয়, পর্যটকদের ‘বাকেট লিস্টে’ থাকা মালদ্বীপে পর্যটকদের উপরেও কার্যকর হবে এই নিয়ম। শুধু তাই নয়, স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, দেশে ইলেকট্রনিক সিগারেট এবং ভ্যাপিং পণ্য আমদানি, বিক্রয়, বিতরণ, রাখা এবং ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। এই নিয়ম সকল বয়সের মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য হবে।
নিয়ম ভাঙলেই বিপুল অঙ্কের জরিমানা
মালদ্বীপ ভ্রমণে গয়ে ধূমপান (Smoking) করলে ভারতীয়দের প্রায় ২ লক্ষ ৮৪ হাজার টাকার জরিমানা হবে। মালদ্বীপের নাগরিকদের ৫০,০০০ মালদ্বীপীয় রুফিয়া জরিমানা দিতে হবে। একই সাথে, যদি কেউ ভ্যাপিং ডিভাইস ব্যবহার করেন, তাহলে তাকে ৫,০০০ রুফিয়া (ভারতীয় মুদ্রায় প্রায় ২৮,৪১২ টাকা) জরিমানা দিতে হবে।
জেন Z-এর ধূমপান রোধে ব্রিটেনও আনতে চলেছে কড়া নিয়ম
জেন Z-দের ধূমপান ও অন্যান্য তামাকজাতীয় দ্রব্য ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে ব্রিটেনও। বর্তমানে প্রস্তাবিত স্তরে থাকলেও খুব তাড়াতাড়িই মালদ্বীপের পর ধূমপান নিষেধে বিশ্বের দ্বিতীয় দেশের তকমা পেতে পারে ব্রিটেন। যদিও এর আগে নিউজিল্যান্ডও এই ধরণের নিষেধাজ্ঞা আরোপ কড়া হয়েছিল। তবে এক বছরের মধ্যেই ২০২৩-এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, ধূমপানের জেরে সমগ্র বিশ্বে প্রতি বছর প্রায় ৭০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়। ২০২১ সালে পরিচালিত একটি জাতীয় জরিপ অনুসারে, ১৫ থেকে ৬৯ বছর বয়সী মালদ্বীপের জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি তামাক ব্যবহার করত এবং ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে এই হার প্রায় দ্বিগুণ।


