মাঝ আকাশে ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট! পৃথিবীর দিকে ধেয়ে আসছে ধ্বংসাবশেষ

ওয়াশিংটন: মাঝ আকাশে ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট৷ দুর্ঘটনার কবলে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থার তৈরি ‘স্টারশিপ’। মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসছে রকেটের ভাঙা অংশ৷…

short-samachar

ওয়াশিংটন: মাঝ আকাশে ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট৷ দুর্ঘটনার কবলে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থার তৈরি ‘স্টারশিপ’। মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসছে রকেটের ভাঙা অংশ৷ দুর্ঘটনা এড়াতে আমেরিকার বিস্তীর্ণ অংশে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এই নিয়ে দ্বিতীয় বার ঘটল বিপত্তি৷ উৎক্ষেপণের পর ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট।

   

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৮ মিনিটে দক্ষিণ টেক্সাস থেকে উৎক্ষেপণ করা হয় ‘স্টারশিপ’৷ কিন্তু উৎক্ষেপণের মাত্র আট মিনিটের মধ্যেই মাঝ আকাশে ভেঙে পড়ে সেটি। মাঝ আকাশেই ঘটে বিস্ফোরণ৷  রকেটের ধ্বংসাবশেষ ও আগুনের গোলা দ্রুত নীচের দিকে নেমে আসতে দেখা যায়৷ সংবাদ সংস্থা রয়টার্সের একটি ভিডিয়ো শেয়ার করেছে৷ তাতে দেখা গিয়েছে, আকাশ জুড়ে আগুনের ফুলকি৷ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারিপাশ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের হাইতির আকাশে এই ঘটনা চাক্ষুষ করা গিয়েছে৷ স্পেসএক্সের রকেট ভেঙে মেক্সিকো উপসাগরের বিস্তীর্ণ এলাকায় বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। ধ্বংসাবশেষের সঙ্গে ধাক্কা এড়াতে অন্তত ২০টি বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ বিভিন্ন বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে৷ এর ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছে যাত্রীরা। 

 

স্পেসএক্স তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘এ ধরনের পরীক্ষায় সাফল্য আসে সেইসব শিক্ষা থেকে, যা আমরা অর্জন করি৷ আজকের এই ঘটনা স্টারশিপের আগামী পথ উন্নত করতে সহায়ক হবে।’’

স্পেসএক্সের সিইও এলন মাস্ক ক্যারিবিয়ান আকাশে পড়া ধ্বংসাবশেষের একটি ভিডিও শেয়ার করে মন্তব্য করেন, “সাফল্য অনিশ্চিত, তবে বিনোদন নিশ্চিত!”

জানা গিয়েছে, কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল ‘স্টারশিপ’। স্পেসএক্সের কর্তা ডান হুয়ট বলেন, ‘‘উৎক্ষেপণের কিছু ক্ষণের মধ্যেই স্টারশিপের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন বুঝে গিয়েছিলাম, কিছু একটা সমস্যা হয়েছে। এর পরেই আকাশে ভেঙে পরে রকেটটি।’’