অনুপ্রবেশের অভিযোগে ৪ ভারতীয় মৎস্যজীবীকে আটক শ্রীলঙ্কা নৌসেনার

Fishermen boat

Indian Fishermen Held: অনুপ্রবেশের অভিযোগে ৪ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করল শ্রীলঙ্কার নৌসেনা। মান্নারের কাছে শ্রীলঙ্কার জলসীমায় মাছ ধরার অভিযোগে আটক করার সঙ্গে তাদের নৌকাও বাজেয়াপ্ত করা হয়।

Advertisements

মঙ্গলবার শ্রীলঙ্কার নৌসেনার তরফে বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে যে সোমবার একাধিক ভারতীয় মাছ ধরার নৌকা নর্থ সেন্ট্রাল নেভাল কমান্ডের নজরে আসে। সঙ্গে সঙ্গে জাহাজগুলিকে ধাওয়া করার জন্য টহল জাহাজ মোতায়েন করা হয়। বিবৃতিতে দাবি করা হয়েছে যে এই সময় ধাওয়া করে একটি ভারতীয় নৌকাকে তারা ধরে ফেলে। এরপর সেই নৌকা এবং ৪ জন মৎস্যজীবীকে তাদের হেফাজতে নেওয়া হয়।

এরপর ওই নৌকা এবং আটক মৎস্যজীবীদের তালাইমান্নার ঘাটে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মান্নারের মৎস্য পরিদর্শকের কাছে হস্তান্তর করা হয়।

Advertisements

ভারত-শ্রীলঙ্কার সম্পর্কের ক্ষেত্রে বিতর্কিত বিষয় এই মৎস্যজীবীর বিষয়। পূর্বে, শ্রীলঙ্কার নৌবাহিনীর সদস্যরা পক প্রণালীতে ভারতীয় মৎস্যজীবীদের উপর গুলি চালিয়েছে। এছাড়াও দ্বীপরাষ্ট্রটির জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে বেশ কয়েকটি ঘটনায় তাদের নৌকা জব্দ করেছে।