Sri Lanka: সম্প্রতি শ্রীলঙ্কায় (Sri Lanka) রাজনৈতিক অভিমুখ বাম দিকে ঘুরে দেশটির প্রথম কমিউনিস্ট প্রেসিডেন্ট হন (Anura Kumara Dissanayake).অনুরা কুমারা দিশানায়েকে। গত সেপ্টেম্বর মাসে তিনি প্রেসিডেন্ট হয়েই নির্বাচন করানোর বার্তা দেন। আগাম জাতীয় নির্বাচন হয়। ফল বের হলো। দেশটির নির্বাচনী ফলাফল ভিত্তিক মানচিত্র দেখাচ্ছ্ পুরো লঙ্কা লাল হয়ে গেছে।
বিবিসি জানাচ্ছে, শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)। পার্লামেন্টের আসনসংখ্যা ২২৫টি। এর মধ্যে ১৯৬টি আসনে সরাসরি ভোট হয়। বাকি ২৯টি জাতিভিত্তিক আসন। শুক্রবার (১৫ নভেম্বর) শ্রীলঙ্কার নির্বাচন কমিশন জানাল এই তথ্য। বৃহস্পতিবার নির্বাচন হয়।
১৯৬ আসনের মধ্যে বামপন্থী জোট এনপিপি ১৩৭টিতে জয় পেয়েছে। তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রায় ৬২ শতাংশ ভোট পেয়েছে এনপিপি। অন্যদিকে, এনপিপি’র প্রধান প্রতিপক্ষ সমাগি জনা বালাবেগায়া (এসজেবি) ৩৫টি আসনে জয় পেয়েছে।
গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হন অনুরা। কিন্তু তখন পার্লামেন্টে তার নির্বাচনী জোটের আসন ছিল মাত্র তিনটি। পার্লামেন্টে নিজ জোটের আসনসংখ্যা বাড়াতে আগাম নির্বাচন দেন অনুরা। আর সেখানেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল তার জোট।
২০২২ সালের ১৩ই জুলাই গণবিক্ষোভের মুখে শ্রীলঙ্কায় রাজাপাকসা সরকারের পতন হয়েছিল। দেশ ছেড়ে পালান তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা ও প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসা। অভ্যুত্থানের সপ্তাহখানেক পর রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে। শ্রীলঙ্কায় গণ-বিক্ষোভের মুখে রাজাপাকসা সরকারের পতনের পর প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হয় গত সেপ্টেম্বরে। সেই ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত কমিউনিস্ট নেতা ও জেভিপি পার্টির দিশামায়েকে। দলটির গঠণতন্ত্রে স্পষ্ট উল্লেখ আছে এই দলের রাজনৈতিক নীতি ‘মার্কসবাদী-লেনিনবাদী’।
জেভিপি দলের সঙ্গে আরও কয়েকটি সংগঠন আছে। তাদের মিলিত জোট এনপিপি। এটি এদেশের বাম জোট বলে পরিচিত। ব্রিটিশ উপনিবেশ থেতে স্বাধীন হবার পর এই দেশটিতে পরিবারতন্ত্র ভিত্তিক রাজনীতির জয় হয়ে আসছিল। সেই ধারা লাল সুনামিতে ভেসে গেছে।