লন্ডন: রবিবার বিকেলে লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে ভেঙে পড়ল একটি ছোট বিমান। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন লেগে যায়। মুহূর্তেই আকাশে দেখা যায় বিশাল আগুনের গোলা। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় বিমানবন্দর জুড়ে, বাতিল করা হয় একাধিক নির্ধারিত ফ্লাইট।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত বিমানটি একটি সাধারণ বেসরকারি বিমান (general aviation aircraft)। ঠিক কতজন যাত্রী ছিলেন বা তাঁদের অবস্থা কী, তা এখনও জানা যায়নি।
দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকায় জরুরি সতর্কতা
স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের সাউথেন্ড-অন-সিতে আগুন লাগার খবর পায় এসেক্স পুলিশ। সঙ্গে সঙ্গে শুরু হয় বড় মাপের উদ্ধার অভিযান। পুলিশ জানিয়েছে, “আমরা ঘটনাস্থলে রয়েছি। এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় কয়েক ঘণ্টা সময় লাগবে। সবাইকে এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হচ্ছে।”
একযোগে তৎপরতা, ছুটে যায় দমকল-অ্যাম্বুলেন্স Southend Airport plane crash
দ্রুত ব্যবস্থা নেয় দমকল ও অ্যাম্বুলেন্স পরিষেবা। ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস চারটি ইউনিট পাঠায়, যার মধ্যে রয়েছে র্যাপিড রেসপন্স ভেহিকেল, হ্যাজার্ডাস এরিয়া টিম ও সিনিয়র প্যারামেডিক।
এসেক্স ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের তরফে সাউথেন্ড, রেলি ওয়িয়ার, বাসিলডন, বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
চোখের সামনে আগুনের গোলা, ফ্লাইট বাতিলের ধাক্কা
ঘটনার কিছুক্ষণ পরই বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা যায়, অন্তত চারটি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশের দিকে ধোঁয়া ও আগুনের বিশাল বল উঠতে দেখা গেছে, যা মুহূর্তে নজর কাড়ে গোটা এলাকার।
নেতাদের প্রতিক্রিয়া: ‘মন ভেঙে যাচ্ছে’
ঘটনার পর এক্স (সাবেক টুইটার)-এ শোকবার্তা দিয়েছেন দক্ষিণ ওয়েস্ট ও লি-র লেবার এমপি ডেভিড বার্টন-স্যাম্পসন। তিনি লেখেন, “এই ঘটনায় জড়িত সবাইকে নিয়ে ভাবছি।” সাউথেন্ড সিটি কাউন্সিলের সদস্য ম্যাট ডেন্ট লেখেন, “জানা যাচ্ছে, একটি ছোট বিমান ভেঙে পড়েছে। মন থেকে প্রার্থনা রইল যাঁরা এই দুর্ঘটনায় জড়িত, এবং উদ্ধারকর্মীদের জন্য।”
তদন্ত শুরু, নজরে বিমান নিরাপত্তা
বিমান দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। প্রাথমিকভাবে কিছু জানা না গেলেও, সাধারণ যাত্রীবাহী বিমান হওয়ায় নিরাপত্তা ব্যবস্থার দিকেও উঠছে প্রশ্ন।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, “আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। পরিস্থিতির আপডেট খুব শীঘ্রই জানানো হবে।”