SCO-তে শেহবাজকে এড়ালেন ‘বন্ধু’ জিনপিং, মোদী ঘনিষ্ঠতায় বিব্রত পাকিস্তান

বেজিং: শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে এড়িয়ে গেলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই ঘটনা ঘটেছে রবিবার, সম্মেলনের প্রথম দিনের সমাপনী…

Shehbaz Snubbed by Xi Jinping

বেজিং: শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে এড়িয়ে গেলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই ঘটনা ঘটেছে রবিবার, সম্মেলনের প্রথম দিনের সমাপনী অনুষ্ঠানে৷ সেই সময় জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সামনের সারিতে “ফ্যামিলি ফটো” তোলার জন্য হেঁটে যাচ্ছিলেন।

নিরব দাঁড়িয়ে শােহবাজ

চিনের তিয়ানজিন শহরের ভিজ্যুয়াল ফুটেজে দেখা গিয়েছে, শেহবাজ শরিফ নিরব চোখে দাঁড়িয়ে রয়েছেন, ঠিক তখনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট পুতিন একটি জটলা পাকিয়ে আলাপচারিতায় মগ্ন হন। এই দৃশ্যের রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব বড়, কারণ পাকিস্তান দীর্ঘদিন ধরে চিনের ঘনিষ্ঠ মিত্র। সেই পাকিস্তানকেই কার্যত উপেক্ষা করে ভারতের কাছাকাছি এল চিন৷ 

   

‘ফ্যামিলি ফটো’-র ভঙ্গি Shehbaz Snubbed by Xi Jinping

রবিবার, SCO সম্মেলনের প্রথম দিনে, সদস্য দেশগুলির নেতারা প্রচলিত “ফ্যামিলি ফটো”-র জন্য একাধিক সারিতে দাঁড়ান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনের সারিতে ছিলেন, তাঁর পাশে ছিলেন পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং৷ জিনপিং ছিলেন কেন্দ্র বিন্দুতে৷ শেহবাজ শরিফও সামনের সারিতে ছিলেন, তবে তাঁদের মধ্যে অন্তত আটজন নেতা দাঁড়িয়েছিলেন।

সীমানা সংঘাত ও সন্ত্রাস মোকাবেলা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা

সম্মেলনের পাশাপাশিই মোদী এবং জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করেন। চায়না ডেইলি এই বৈঠককে যথেষ্ট গুরুত্ব সহকারে কভার করেছে। প্রায় ৫৫ মিনিট ধরে বৈঠক হয়। ওই বৈঠকে মোদী সীমান্ত সংঘাত এবং সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারত ও চিনের মধ্যে যৌথ সহযোগিতার প্রস্তাব দেন।

Advertisements

ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি জানান, প্রধানমন্ত্রী মোদী এই বৈঠকে সন্ত্রাসবাদের বিষয়টিকে “অগ্রাধিকার” হিসেবে উত্থাপন করেছেন। প্রাক্তন চার বছরের লাদাখ সীমান্ত সংঘাতের পরে ভারত-চিন সম্পর্কের পুনর্নির্মাণকেই বৈঠকে প্রধান বিষয় হিসেবে ধরা হয়। মিশ্রির মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, সোমবার প্রকাশিত SCO ঘোষণায় পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ উদ্ভূত হওয়ার সম্ভাব্য নিন্দা বা সমালোচনা অন্তর্ভুক্ত থাকতে পারে।

চিন বরাবরই পাকিস্তানের “অল-ওয়েদার” মিত্র হিসেবে পরিচিত। অতীতেও বেজিং পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের সংযুক্ত রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে (UNSC) তালিকাভুক্ত করার ভারতের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। মিশ্রি আরও জানান, দুই নেতা সন্ত্রাস মোকাবেলায় যৌথ পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেছেন।

World: At the SCO summit, Chinese President Xi Jinping was seen ignoring Pakistan’s PM Shehbaz Sharif, while engaging with India’s PM Modi. This follows a significant 55-minute bilateral meeting between Modi and Xi on border issues and terrorism.