Bangladesh: বিশ্ববিখ্যাত জোড়া ক্রিকেটার শাকিব-মাশরাফি প্রার্থী, হাসিনার ইঙ্গিত ‘খেলা হবে’

একজন ছিলেন আরও একজন জুটলেন। দুই বিশ্ববিখ্যাত ক্রিকেটারকে দলে টেনে আসন্ন জাতীয় নির্বাচনে চমক দিলেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী (Sheikh Hasina) শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় নির্বাচনে…

Shakib Al Hasan and Mashrafe Bin Mortaza are candidates of Awami League

একজন ছিলেন আরও একজন জুটলেন। দুই বিশ্ববিখ্যাত ক্রিকেটারকে দলে টেনে আসন্ন জাতীয় নির্বাচনে চমক দিলেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী (Sheikh Hasina) শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় নির্বাচনে শাসকদল আওয়ামী লীগের হয়ে প্রার্থী হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা ও শাকিব আল হাসান। শাকিব যে কোনও সময় ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে চলেছেন। বিশ্বকাপে তার নেতৃত্বে বাংলাদেশ দল লজ্জাজনক ফল করেছে।

জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শাকিব আল হাসান। আর নড়াইল-২ আসন থেকে জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা লড়াই করছেন। রবিবার ঢাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা করেন দলীয় প্রার্থীদের নাম।

বাংলাদেশে নির্বাচন হবে আগামী ৭ জানুয়ারি। ভোট গ্রহণ শেষ হলেই গণনা শুরু হবে। এবার ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে। এদিকে নির্বাচন কমিশনের ঘোষণা বাতিলের দাবিতে সরব বিএনপি, ইসলামি আন্দোলন, জামাত ইসলামি সহ অন্যান্য বিরোধীরা। তবে সংসদের ভিতর বিরোধী দলের মর্যাদাভুক্ত জাতীয় পার্টি ভোটে নামছে। আর সংসদে না থেকেও মূল বিরোধীপক্ষ বলে চিহ্নিত বিএনপি নিরপেক্ষ সরকারের অধীন ভোটের দাবিতে অনড়। নির্বাচন বাতিলেন দাবিতে দফায় দফায় অবরোধ চলছে। অবরোধে অগ্নিগর্ভ বাংলাদেশ।