Attack on Gaza: ৫০০ মৃত্যু, শুধু গাজাবাসী জানেন আহলি আরব হাসপাতালে কারা বোমা ফেলেছিল

সুজানা ইব্রাহিম মোহনা,দোহা: বাইডেনের সফর ও বৈঠকের আগেই গাজার হাসপাতালে বিস্ফোরণ ঘটানোর কারণ কী? এই সুদূর মধ্যপ্রাচ্যের যে কেউ বলছেন হামলাকারী ইজরায়েল। তারা ফিলিস্তিনি এলাকা…

Attack on Gaza: ৫০০ মৃত্যু, শুধু গাজাবাসী জানেন আহলি আরব হাসপাতালে কারা বোমা ফেলেছিল

সুজানা ইব্রাহিম মোহনা,দোহা: বাইডেনের সফর ও বৈঠকের আগেই গাজার হাসপাতালে বিস্ফোরণ ঘটানোর কারণ কী? এই সুদূর মধ্যপ্রাচ্যের যে কেউ বলছেন হামলাকারী ইজরায়েল। তারা ফিলিস্তিনি এলাকা গাজার হাসপাতালে বোমা ফেলেছে। শয়ে শয়ে শিশুদের মৃত্যুর এই সংবাদে বিশ্ব শিহরিত। তবে ইজরায়েল হামলার দায় অস্বীকার করল। একটু আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রকের বড় আমলার সাথে কথা বলছিলাম। তিনি বলেছেন, আমির নিজেও হতবাক। শান্তি রক্ষায় তাঁর চেষ্টা পারস্য উপসাগরের জলে চলে গেল। কাতার সরকারের অভ্যন্তরে এমনও আলোচনা, আসলেই কি ইজরায়েল এই হামলা করেছিল? হামাস গোষ্ঠি নিজেই কি গাজার হাসপাতালে বিস্ফোরণ ঘটাতে পারে না? এমনও প্রশ্ন উঠছে।

বিস্ফোরণে ধংস গাজার আহলি আরব হাসপাতাল। কার হামলা? একমাত্র বেঁচে যাওয়া ফিলিস্তিনিরাই বলতে পারেন কোন দিক থেকে হামলা হয়েছিল। গাজাবাসী বহু ফিলিস্তিনি এর আগে বলেছিলেন, তারা হামাস সমর্থক নন। গাজার শাসক হামাসের হামলায় ইজরায়েলে গণহত্যার নিন্দা করছেন বহু ফিলিস্তিনি। তেমনই ইজরায়েলের দীর্ঘ অবরোধের কড়া সমালোচনা করেছেন বহু ইহুদি।

আরব দুনিয়ার কাতার দেশটি সাম্প্রতিক ইজরায়েল ও ফিলিস্তিন গোষ্ঠি হামাসের সংঘর্ষ থামাতে আপ্রাণ চেষ্টা করেছিল। গাজার হাসপাতালে বিস্ফোরণের পর কাতার সহ পুরো আরব দুনিয়া মুখ ঘুরিয়ে নিল আমেরিকা থেকে। এখন মার্কিন প্রেসিডেন্ট শুধুমাত্র সফর করবেন ইজরায়েলে। তাঁর সাথে বৈঠক বাতিল করেছে জর্ডন। এই দেশে বাইডেন এখন অবাঞ্ছিত মানুষ।

Attack on Gaza: ৫০০ মৃত্যু, শুধু গাজাবাসী জানেন আহলি আরব হাসপাতালে কারা বোমা ফেলেছিল

Advertisements

ফিলিস্তিনি এলাকা গাজার ভিতর সামরিক অভিযান না চালাতে মার্কিন বিদেশ সচিব ব্লিঙ্কেনকে বার্তা দিয়েছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দোহা শহরে এই বৈঠক হয়েছিল। এরপর ব্লিঙ্কেনের বার্তা পেয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন গাজায় সামরিক অভিযান চালানো ভুল হবে। তিনি ইজরায়েল সফরের বার্তা দেন। এবার বাইডেনের সফরের আগে গাজার হাসপাতালে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫০০ মৃত্যুর খবর আসছে। 

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠি হামাসের ঘাঁটি গাজা। তারা এখনও গাজার মাটির নিচে বিরাট অস্ত্র ভাণ্ডার গড়েছে।তাদের নির্মূল করতে মরিয়া ইজরায়েল। তবে আমেরিকার সংকেত না এলে ইজরায়েল সেনা অভিযান করবে না। যদিও গাজার উপর বিমান হামলা করছে ইজরায়েল। তাদের দাবি, গত ৭অক্টোবর গাজা থেকে সীমান্ত পার করে হামাস যে হামলা করেছিল তার প্রত্যাঘাত চলছে।