Terrorist Attack: ভয়াবহ জঙ্গি হানায় মৃত্যু ৭ শ্রমিকের

দেশে ভয়াবহ জঙ্গি হামলায় (Terrorist Attack) মৃত্যু হল অনেকের। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে পাকিস্তানের (Pakistan) গোয়াদারে জঙ্গি হামলার হামলায় পাঞ্জাবের সাত শ্রমিক নিহত হয়েছেন।

গোয়াদারের সারবন্দের ফিশ হারবার জেটির কাছে আবাসিক কোয়ার্টার লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এতে ঘুমন্ত অবস্থায় থাকা সাতজন নিহত ও একজন আহত হন। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতরা পাঞ্জাবের খানেওয়ালের বাসিন্দা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে জঙ্গিদের গ্রেফতার অভিযান নেমেছে। গত বছর তুরবাতের কেচের স্যাটেলাইট এলাকায় অজ্ঞাত সশস্ত্র আততায়ীর গুলিতে পাঞ্জাবের ছয় শ্রমিক নিহত ও দুজন আহত হন।

   

পুলিশ জানিয়েছে, ইরান সীমান্ত থেকে ১২০ কিলোমিটার পূর্বে স্থানীয় কনস্ট্রাকটর নাসিরের বাড়িতে অজ্ঞাত কিছু সশস্ত্র ব্যক্তি ঢুকে পড়ে। অপরাধীরা এই জঘন্য অপরাধ করেছে যাতে ছয় শ্রমিক নিহত এবং দু’জন আহত হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন