বিশ্বের আর দশটি ফ্যাশন শো (Fashion Show) যেমন হয় সৌদি আরবে (Saudi Arabia) একইরকম ছিল দৃশ্য। আরব ব়্যাম্পে হাঁটলেন বিশ্ববিখ্যাত মডেল তারকারা। সংগীতশিল্পী সেলিন ডিওন, পপ আইকন জেনিফার লোপেজ, হলিউড অভিনেত্রী হ্যালি বেরির মতো তারকারা ছিলেন সেখানকার মধ্যমণি।
খোলামেলা পোশাকে আরব জনজীবনে তীব্র আলোড়ন। রক্ষণশীল ইসলামি রীতির দেশ হলেও গত কয়েক বছর ধরে সৌদি আরব ক্রমাগত উদার হচ্ছে। রক্ষণশীল নিয়মগুলি শিথিল হচ্ছে।
এই ফ্যাশন শো দেখে বোঝার উপায় নেই পশ্চিমি সংস্কৃতির সঙ্গে রক্ষণশীল আরব সংস্কৃতির বিস্তর ফারাক রয়েছে। পশ্চিম্ স্টাইলে উদ্দাম র্যাম্পিং, ক্যাটওয়াক যাবতীয় আয়োজন ছিল।
মূলত ইসলামি বিধিবিধানে চলে সৌদি আইন। সেখানে কঠোর আইন রয়েছে পোশাক পরিধানের ওপর। এরই মধ্যে অর্ধনগ্ন হয়ে মডেল ও অতিথিদের সেই ফ্যাশন শোয়ে নানা পরিবেশনায় অংশ নিতে দেখা গেল রাজধানী রিয়াধ শহরে।
রিয়াধ শহরে তারকা মেলা। এক ঝাঁক তারকা জড়ো হন রিয়াধের এক অভিজাত হোটেলে। সেখানেই হলো জমকালো ফ্যাশন শো।
আরব নিউজ জানিয়েছে, রিয়াধের এই ফ্যাশন শো কারিগর এলি সাব। তিনি সৌদির একজন ফ্যাশন ডিজাইনার। তার কেরিয়ারের ৪৫ বছর পূর্তি হওয়ায় এই আয়োজন। মঞ্চে এলি সাবের ৩০০টি ডিজাইনের পোশাক পরে হাজির হন মডেলরা। সেই প্রদর্শনীতে লোককাহিনী ‘আরব্য রজনীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।