Pakistan: প্রধানমন্ত্রী পদে মনোনীত শাহবাজ শরিফ, পাঞ্জাবের নিয়ন্ত্রণে পাক সরকার

অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত। এবার পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রীর পদে আসছেন সে দেশের জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী পদের জন্য তিনি মনোনীত…

অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত। এবার পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রীর পদে আসছেন সে দেশের জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী পদের জন্য তিনি মনোনীত হলেন। সেই সঙ্গে পাকিস্তানের কুর্সিতে ফের পাঞ্জাবের নিয়ন্ত্রণ।

পাক পাঞ্জাব প্রদেশের লাহোর হলো শরিফ পরিবারের রাজনৈতিক ও পৈত্রিক ঘাঁটি। শরিফের পিএমএলএন দল পাঞ্জাব প্রদেশের ক্ষমতায়।

শাহবাজ শরিফ কে?
বছ ৭০-এর শাহবাজ শরিফ হলেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। তিনি তাঁর প্রশাসনিক কূটনীতির জন্য সবচেয়ে বেশি পরিচিত। পাক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে তার সময়কালে তিনি তা প্রমাণ করে দিয়েছেন। পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফ লাহোরে পাকিস্তানের প্রথম আধুনিক গণপরিবহন ব্যবস্থা সহ বেশ কয়েকটি পরিকাঠামোর পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিলেন। এছাড়া শাহবাজ শরিফ পাকিস্তানের সেনাবাহিনীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের আমলে শরিফের রাজনৈতিক দল ভারতের দিকে ইতিবাচকভাবে ঝুঁকেছে।

শাহবাজ শরিফ পাঞ্জাবের রাজনীতিতে প্রবেশ করেন, ১৯৯৭ সালে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হন। একটি সামরিক অভ্যুত্থানের পর, তাকে ২০০০ সালে সৌদি আরবে বন্দি করা হয় এবং নির্বাসনে পাঠানো হয়। তিনি ২০০৭ সালে নির্বাসন থেকে ফিরে এসে আবার পাঞ্জাবে তার রাজনৈতিক কর্মজীবন শুরু করেন। পানামা পেপারস প্রকাশের সাথে সম্পর্কিত সম্পদ গোপন করার জন্য ২০১৭ সালে তার ভাই নওয়াজ শরিফকে দোষী সাব্যস্ত করার পর ও তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান হওয়ার পর তিনি জাতীয় রাজনৈতিক দৃশ্যে প্রবেশ করেন। দুই ভাই অসংখ্য দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন কিন্তু শাহবাজকে কোনো অভিযোগেই দোষী সাব্যস্ত করা হয়নি।