কিভের মন্ত্রীসভা ভবনে রাশিয়ার বিধ্বংসী হামলা! পাল্টা জবাব ইউক্রেনের

নয়াদিল্লি: রবিবার রাশিয়ার বিধ্বংসী হামলায় ভেঙে চুরমার ইউক্রেনের মন্ত্রীসভা ভবন। সেন্ট্রাল কিভের পেচেরক্সি জেলায় অবস্থিত ভবনটিতে ভয়াবহ আগুনে ঝলসে গিয়েছে, জানলা-দরজার কাঁচ ভেঙে চুরমার, ভবনটির…

নয়াদিল্লি: রবিবার রাশিয়ার বিধ্বংসী হামলায় ভেঙে চুরমার ইউক্রেনের মন্ত্রীসভা ভবন। সেন্ট্রাল কিভের পেচেরক্সি জেলায় অবস্থিত ভবনটিতে ভয়াবহ আগুনে ঝলসে গিয়েছে, জানলা-দরজার কাঁচ ভেঙে চুরমার, ভবনটির ছাদ থেকে বেরচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী। ঘটনায় ১ বছরের শিশু সহ মৃত্যু হয়েছে তিনজনের। পাল্টা জবাব দিয়েছে ইউক্রেন।

প্রত্যাঘাতে রাশিয়ার ব্রায়ান্সক অঞ্চলের দ্রুজবার তেলের পাইপ লাইন উড়িয়ে দিয়েছে ইউক্রেন। চলতি মাসের সবচেয়ে ভয়াবহ হামলা বলে জানিয়েছে ইউক্রেন প্রশাসন। প্রধানমন্ত্রী ইউলিয়া শ্যাভিরিডেনকো বলেন, “এই প্রথমবার কোনও সরকারি ভবনে হামলা করল রাশিয়া। ভবনটি তো আমরা পুনরায় নির্মাণ করে নেব, কিন্তু যারা প্রাণ হারালেন তাঁদের তো আর ফেরানো যাবে না”।

   

ঘটনায় পশ্চিমি দেশগুলির তরফে কড়া পদক্ষেপের প্রত্যাশা করছে ইউলিয়া। রাশিয়ার গ্যাস, তেলের অনুমোদন আঁটসাঁট করার দাবি জানিয়েছেন তিনি। মেয়র ভিতালি ক্লিতসেচকো জানান, একগুচ্ছ ড্রোনের পর মিসাইল দাগে রাশিয়া। হামলার জেরে ভবনটির বেসমেন্টে থাকা ১ বছরের শিশু, একজন বয়স্কা সহ এক মহিলার মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিলেন বলে জানিয়েছেন মেয়র। রাশিয়ার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় ভিয়াতোস্নিস্কি এবং দারনিস্তিস্কির আবাসিক এলাকা।

Advertisements

বহুতল ভবনগুলি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, ভবনগুলি থেকে ধ্বংসাবশেষ খসে পড়ছে, যার মধ্যে আগুনের স্ফুলিঙ্গ নজরে আসছে বলে জানা গিয়েছে। ইউক্রেন-বায়ুসেনা জানিয়েছে প্রায় ৮০৫ ড্রোন এবং ১৩ টি মিসাইল ছোঁড়ে রাশিয়া। কিভের সামরিক বিভাগীয় সচিব তিমুর কাচেঙ্কো “সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা করছে” বলে রাশিয়ার বিরুদ্ধে তোপ দেগেছেন।

সেইসঙ্গে, সাধারণ মানুষকে সুরক্ষিত আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা ঘটনাকে “গুরুতর আক্রমণ” বলে উল্লেখ করে মিত্রদেশগুলির কাছ থেকে সাহায্য প্রার্থনা করেছেন। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আক্রমণ করে ইউক্রেন। ইউক্রেনের ড্রোন কম্যান্ডার রবার্ট ব্রভডি জানিয়েছেন, রাশিয়ার ব্রায়াঙ্কস অঞ্চলের দ্রুজভি তেলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেন।