Russia Ukraine War: ভয়ে বন্ধ মার্কিন দূতাবাস। যে কোনও সময় রাশিয়ার মিসাইল হামলারা সতর্কতা দিয়েছে ইউক্রেন সরকার। দেশটির রাজধানী কিয়েভ শহরে হবে হামলা।
আল জাজিরা জানাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পর প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য দূরপাল্লাপ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। এই সংবাদে রাশিয়া সরগরম। রুশ প্রেসিডেন্ট যে কোনও সময় হামলা করতে পারেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বা পারমাণবিক অস্ত্র ব্যবহার শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা।
রাশিয়া ও ইউক্রেনের সংঘাতে পুতিনের পাশে এসেছেন পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উন। তিনি প্রবল মার্কিন বিরোধী।
ইউক্রেন যুদ্ধ চলছে গত প্রায় তিন বছর ধরে। চলতি সপ্তাহে ইউক্রেন সরকারকে রাশিয়ার অভ্যন্তরে মার্কিন মিসাইল হামলার অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। প্রশাসন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। এর ফলে পরমাণু যুদ্ধের আশঙ্কা আরও প্রবল হয়েছে।