রাডার থেকে হঠাৎ উধাও! চিন সীমান্তের কাছে রাশিয়ার আকাশে নিখোঁজ বিমান

Russia Missing Plane

মস্কো: রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে মাঝ আকাশে হঠাৎ উধাও হয়ে গেল একটি যাত্রীবাহী বিমান। প্রায় ৫০ জন আরোহী নিয়ে উড়ছিল আঙ্গারা এয়ারলাইন্সের An-24 মডেলের বিমানটি। রাডার থেকে মিলিয়ে যাওয়ার পরই শুরু হয়েছে জোর তল্লাশি (Russia Missing Plane)। ঘটনাস্থল আমুর অঞ্চলের টিন্ডা শহরের কাছে, যা চিন সীমান্তঘেঁষা অঞ্চল বলে পরিচিত। 

স্থানীয় গভর্নর ভাসিলি ওরলোভ জানিয়েছেন, বিমানে ছিলেন ৪৩ জন যাত্রী, যার মধ্যে পাঁচটি শিশু, এবং ছ’জন ক্রু মেম্বার। তাঁর কথায়, “উদ্ধারে মোতায়েন করা হয়েছে জরুরি বিভাগের সর্বোচ্চ সম্পদ ও বাহিনী।” তবে রাশিয়ার জাতীয় জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, আরোহীর সংখ্যা হয়তো ৪০ জনের কিছু বেশি।

   

ঘটনার সময় বিমানটি টিন্ডা শহরের দিকে এগোচ্ছিল। মাঝপথেই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। এরপরই রাডার থেকে একেবারে উধাও হয়ে যায় বিমানটি। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, কোনও দুর্গম এলাকায় হয়তো দুর্ঘটনার শিকার হয়েছে প্লেনটি।

উদ্ধারে এখন নামানো হয়েছে বিমান, হেলিকপ্টার এবং গ্রাউন্ড টিম। তবে সাইবেরিয়ার কঠিন ভূপ্রকৃতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান চালাতে হচ্ছে প্রবল চ্যালেঞ্জের মধ্যে দিয়ে।

সাময়িকভাবে এই ঘটনায় রাশিয়ায় উদ্বেগ ছড়িয়েছে। এখনও পর্যন্ত কোনও ভেঙে পড়া বিমানের চিহ্ন মেলেনি। ফলে যাত্রীদের ভাগ্য এখনও অনিশ্চিত।

আঙ্গারা এয়ারলাইন্স মূলত রাশিয়ার অভ্যন্তরীণ অঞ্চলে চলাচলকারী একটি সাইবেরিয়া-ভিত্তিক বিমানসংস্থা। An-24 মডেলের এই বিমানটি অনেক পুরনো হলেও এখনো রাশিয়ার বেশ কিছু প্রত্যন্ত রুটে ব্যবহৃত হয়।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন