লন্ডন: বৈচিত্র্যের জয়গান গাওয়া লন্ডনের বুকেই এবার ধর্মীয় বৈষম্যের চরম নিদর্শন। কপালে ‘তিলক-চাঁদলো’ (Tilak-Chandlo) ধারণ করায় এক আট বছর বয়সী হিন্দু শিক্ষার্থীকে ক্রমাগত হেনস্থা ও একঘরে করে দেওয়ার অভিযোগ উঠল এক প্রাথমিক স্কুলের বিরুদ্ধে। অভিযোগের তির লন্ডনের ‘ভিকারস গ্রিন প্রাইমারি স্কুল’-এর (Vicar’s Green Primary School) প্রধান শিক্ষকের দিকে। পরিস্থিতির চাপে মানসিক অবসাদগ্রস্ত হয়ে ওই শিশুটি স্কুল ছাড়তে বাধ্য হয়েছে বলে জানা গিয়েছে।
নজরদারি ও মানসিক ভীতি প্রদর্শন
এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, ওই শিশুটি তার ধর্মীয় বিশ্বাসের অংশ হিসেবে নিয়মিত কপালে তিলক পরে স্কুলে আসত। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ এই পবিত্র চিহ্নটি নিয়ে বারবার প্রশ্ন তুলে তাকে জনসমক্ষে লজ্জিত করত। শিশুটির পরিবারের দাবি, বিরতির সময়েও প্রধান শিক্ষক তাকে কার্যত ‘নজরবন্দি’ করে রাখতেন, যা ওই নাবালকের মনে গভীর ভীতির সৃষ্টি করে। ফলে স্বাভাবিক মেলামেশা ও খেলাধুলা থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে সে।
কেড়ে নেওয়া হলো সম্মান, লঙ্ঘিত আইন religious discrimination London school
অ্যাডভোকেসি গ্রুপ ‘ইনসাইট ইউকে’ (Insight UK) জানিয়েছে, শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে ওই শিক্ষার্থীর যাবতীয় স্কুলভিত্তিক দায়িত্ব ও পদ কেড়ে নেওয়া হয়। মানবাধিকার কর্মীদের মতে, এই ঘটনা যুক্তরাজ্যের ‘ইকুয়ালিটি অ্যাক্ট ২০১০’-এর সরাসরি লঙ্ঘন। আইনের এই ধারা অনুযায়ী, কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ধর্মের ভিত্তিতে কাউকে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বা বৈষম্য করা দণ্ডনীয় অপরাধ।
সংবেদনশীলতার অভাব ও গণ-প্রস্থান
জানা গেছে, শিশুটির অভিভাবকরা তিলক-চাঁদলোর আধ্যাত্মিক গুরুত্ব বোঝাতে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, স্কুল প্রশাসন সেই আবেদনকে কেবল তুচ্ছতাচ্ছিল্যই করেনি, বরং একরোখা মনোভাব প্রদর্শন করেছে। এই অসহিষ্ণুতার জেরে ওই স্কুল থেকে ইতিমধ্যেই ৪ জন হিন্দু পড়ুয়াকে সরিয়ে নিয়েছেন তাঁদের অভিভাবকরা।
উদ্বেগে প্রবাসী ভারতীয়রা
‘ইনসাইট ইউকে’-র মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “কোনো শিশুকেই তাঁর বিশ্বাসের জন্য এভাবে কোণঠাসা করা কাম্য নয়। কর্তৃপক্ষের এমন আচরণ একটি শিশুর মনে দীর্ঘস্থায়ী ট্রমা বা মানসিক ক্ষত তৈরি করতে পারে।” এই ঘটনা বিলেতের মাটিতে ধর্মীয় স্বাধীনতা ও অন্তর্ভুক্তিকরণ (Inclusivity) নিয়ে বড়সড় বিতর্ক উসকে দিয়েছে।
World: A London primary school faces allegations of religious discrimination after an eight-year-old Hindu student was repeatedly harassed for wearing Tilak-Chandlo, allegedly monitored by staff and forced to leave, triggering wider concerns over equality laws in UK education.
