এবার ইসরাইলে ড্রোন হামলা চালাল ইয়েমেন

yemen-drone-attack-israel-eilat-2025-houthi-rebels-injure-20

ইসরাইলের লাল সাগরের উপকূলবর্তী শহর এলাতে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন (Red Sea Conflict )। বুধবার (২৪ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা ‘মাগেন ডেভিড আদম’।

Advertisements

সংস্থাটির বরাতে জানানো হয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, বাকিরা হালকা থেকে মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন এলাত শহরে আঘাত হানে। তারা আরও জানায়, ড্রোনটি ভূপাতিত করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলেও সেটি আটকানো যায়নি।

স্থানীয় পত্রিকা ‘ইসরাইল হায়োম’ তাদের এক প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানিয়েছে, ড্রোনটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

উল্লেখ্য, এই হামলার মাত্র কয়েকদিন আগেই ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এলাতের একটি হোটেল এলাকার কাছাকাছি একটি ড্রোন নিক্ষেপ করেছিল, যার ফলে বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি।

Advertisements

হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইল লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। তবে তাদের নিক্ষিপ্ত বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্রই ইসরাইলের সীমানায় পৌঁছানোর আগেই প্রতিহত হয়েছে বা লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

এই পরিস্থিতিতে ইসরাইল পাল্টা ব্যবস্থা হিসেবে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালাচ্ছে, যার মধ্যে হোদেইদা বন্দর অন্যতম।

প্রসঙ্গত, গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর ২০২৩ সালের অক্টোবর থেকে হুথিরা লাল সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলি এখন হুথিদের নিয়ন্ত্রণে।

Yemen ,Drone Attack, Israel, Red Sea Conflict 2025, Israel-Houthi Tensions,