ভারতের সঙ্গে বিবাদ, ট্রুডোর পদত্যাগের দাবিতে সরব নিজের দলের সাংসদেরা

ঘরে-বাইরে প্রবল চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (JustinTrudeau)। খালিস্তান ইস্যুতে ভারতকে ধারাবাহিক ভাবে তোপ দাগতে থাকায়, লিবারেল পার্টির একাংশই কানাডার প্রধানমন্ত্রীর উপরে অসন্তুষ্ট বলে…

short-samachar

ঘরে-বাইরে প্রবল চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (JustinTrudeau)। খালিস্তান ইস্যুতে ভারতকে ধারাবাহিক ভাবে তোপ দাগতে থাকায়, লিবারেল পার্টির একাংশই কানাডার প্রধানমন্ত্রীর উপরে অসন্তুষ্ট বলে জানা গিয়েছে। তিনি আসন্ন নির্বাচনে খালিস্তানপন্থী (khalistan) শিখদের ভোট পেতেই ভারত বিরোধী মনোভাব নিয়েছেন বলেই মনে করছে তাঁর নিজের দলের নেতারাই। 

   

S Jaishankar: নিরাপত্তা পরিষদের দ্রুত সংস্কার আবশ্যক, ব্রিকস মঞ্চে ঘুরিয়ে চিনকে বার্তা ভারতের

যারফলে দলের ২৪ জন সাংসদ ইতিমধ্যেই ট্রুডোর পদত্যাগের দাবী পত্রে স্বাক্ষর করেছেন। তাঁদের মতে ভারত বিরোধী মনোভাব ও দেশের বেহাল আর্থিক পরিস্থিতির জন্য আগামী ২৮ অক্টোবরের ট্রুডোকে “নিজের রাস্তা দেখে নেওয়া”র কথাও বলেছেন ওই সাংসদেরা। একাধিক দলীয় বৈঠকে প্রধানমন্ত্রী ট্রুডোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দলের সাংসদেরা। অর্থ্যাৎ ভোটের আগে দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতেই প্রধানমন্ত্রী ট্রুডোর ইস্তফা দাবী করেছেন তাঁরা।

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, জরুরি অবতরন সাতটি বিমানের

গত জুলাইতে ভোট বিপর্যয়ের আন্দাজ করেই লিবারেল পার্টির জোটসঙ্গ ত্যাগ করেছে খালিস্তানপন্থী ভারত বিরোধী নেতা জগমিত সিং-য়ের দল এনডিপি বা নিউ ডেমোক্র্যাটিক পার্টি। তারপরই রীতিমতো বেকায়দায় পড়তে হয়েছে ট্রুডোর প্রশাসনকে। সরকার টেকাতেই সম্প্রতি ভারতের বিরুদ্ধে নিজ্জার ইস্যুকে টেনে শিখ ভোটারদের কাছে পেতে চেয়েছিলেন ট্রুডো। 

Cyclone Dana: ‘ডানা’ বিপর্যয়ে পর্যবেক্ষণে সারারাত নবান্নে থাকবেন মুখ্যমন্ত্রী

খলিস্তানি নেতা নিজ্জরকে ২০২০ সালে ‘সন্ত্রাসবাদী’ বলে ঘোষণা করেছিল ভারত। তিন বছর পর ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে তাঁকে হত্যা করা হয়। এর পরে নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের ‘ভূমিকা’ রয়েছে বলে অভিযোগ করেছিলেন ট্রুডো। কিন্তু তারফলে ভারতের সঙ্গে কূটনৈতিক বৈরিতা বাড়িয়ে আখেড়ে কিছুই লাভ হয়নি অটোয়ার। এমনটাই মনে করছে সেদেশের রাজনৈতিক মহল।