শীঘ্রই ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, কোন কোন বিষয়ে আলোচনা?

নয়াদিল্লি: শীঘ্রই ভারতে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফরের সময় তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল৷ সেই আমন্ত্রণে সাড়া দিয়েই, ভারতে…

Putin to visit India soon

নয়াদিল্লি: শীঘ্রই ভারতে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফরের সময় তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল৷ সেই আমন্ত্রণে সাড়া দিয়েই, ভারতে আসছেন পুতিন। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার এই খবর নিশ্চত করেছেন। সে দেশের সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে, আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিলের আলোচনাসভায় পুতিনের ভারত সফরের কথা ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী। উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর এই প্রথম ভারতে আসতে চলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন৷ (Putin to visit India soon)

পুতিনের সফরের প্রস্তুতি চলছে Putin to visit India soon

রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, পুতিনের সফরের প্রস্তুতি চলছে, তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। লাভরভ বলেন, “প্রেসিডেন্ট পুতিন ভারত সরকারের প্রধানের আমন্ত্রণে সফর করবেন।”

   

এছাড়া, তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী তাঁর তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়া গিয়েছিলেন। এখন রাশিয়ার সফরের পালা৷ 

Advertisements

প্রধানমন্ত্রী মোদী ২০২৪ সালে একমাত্র নেতা ছিলেন যিনি মস্কো ও কিয়েভ সফর করেছেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। এই সফর দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করবে, বিশেষ করে ইউক্রেনের যুদ্ধের প্রেক্ষিতে।

মস্কো এবং নয়াদিল্লির কৌশলগত সম্পর্ক Putin to visit India soon 

রাশিয়ান আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিল আয়োজিত ‘রাশিয়া এবং ভারত: একটি নতুন দ্বিপাক্ষিক অধ্যায়’ শীর্ষক আলোচনা সভায় রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের মাধ্যমে মস্কো এবং নয়াদিল্লির কৌশলগত সম্পর্কের নতুন একটি পর্ব শুরু হবে।

লাভারভ আরও উল্লেখ করেন, ২০২২ সালে ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলি, বিশেষত আমেরিকা, রাশিয়াকে আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে একঘরে করার চেষ্টা চালিয়ে আসছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে রাশিয়ার উপর একাধিক অর্থনৈতিক অবরোধও আরোপ করেছে আমেরিকা। তবে, এসব চাপের সত্ত্বেও ভারত রাশিয়া থেকে অশোধিত তেল আমদানির প্রক্রিয়া অব্যাহত রেখেছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের নিরপেক্ষ অবস্থানকে প্রতিফলিত করে।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি আমেরিকার সঙ্গে শক্তিশালী কৌশলগত সম্পর্ক বজায় রেখেছেন, কখনোই সরাসরি রাশিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। একই সময়ে, মোদী রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করার জন্য বারবার আলোচনার আহ্বান জানিয়েছেন। গত কয়েক বছরে মোদী দুই বার রাশিয়া সফর করেছেন, যা ভারতের কূটনৈতিক ভারসাম্য এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের গভীরতার প্রমাণ।

এ প্রসঙ্গে লাভারভ বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী গত বছর পুনরায় নির্বাচিত হওয়ার পর তাঁর প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়া গিয়েছিলেন। এবার আমাদের পালা, পুতিনের ভারত সফরের মাধ্যমে আমরা তাঁদের আমন্ত্রণে সাড়া দেব।”

পুতিনের এই ভারত সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে, এবং বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে ভারত-রাশিয়া সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

World: Russian President Vladimir Putin to visit India, marking a new chapter in strategic relations. Invited by PM Modi, the visit follows India’s neutral stance on global diplomacy amid Ukraine conflict. Discussions to strengthen bilateral ties are underway.