পুতিনের বাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলা! ভয়াবহ ভিডিও প্রকাশ করল রাশিয়া

মস্কো/নয়াদিল্লি: নববর্ষের প্রাক্কালে যুদ্ধের উত্তাপ পৌঁছে গেল খোদ ক্রেমলিন প্রধানের অন্দরমহলে। রাশিয়ার দাবি, মস্কো এবং ক্রিমিয়ার পর এবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে ঝাঁকে…

Putin residence drone attack

মস্কো/নয়াদিল্লি: নববর্ষের প্রাক্কালে যুদ্ধের উত্তাপ পৌঁছে গেল খোদ ক্রেমলিন প্রধানের অন্দরমহলে। রাশিয়ার দাবি, মস্কো এবং ক্রিমিয়ার পর এবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার একটি শিউরে ওঠা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisements

কী বলছে রাশিয়া?

রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ সোমবার জানিয়েছেন, মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মাঝামাঝি অবস্থিত নোভগোরোড অঞ্চলে পুতিনের বাসভবন লক্ষ্য করে অন্তত ৯১টি ড্রোন পাঠিয়েছে ইউক্রেন। ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দাবি করা হয়েছে, ভূপাতিত একটি ড্রোন থেকে প্রায় ৬ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। রাশিয়ার দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলিকে রুখে দিতে সক্ষম হয়েছে।

   

উদ্বেগ প্রকাশ মোদীর Putin residence drone attack

পুতিনের বাসভবন লক্ষ্য করে এই হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি বলেন, “রুশ ফেডারেশনের প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে হামলার খবরে আমি অত্যন্ত চিন্তিত। শত্রুতা বন্ধ করে শান্তি ফেরানোর জন্য একমাত্র পথ হলো কূটনৈতিক আলোচনা। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলিকে শান্তি বজায় রাখার এবং এমন পদক্ষেপ এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।”

ইউক্রেনের পালটা দাবি

ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও ইউক্রেন পুরো বিষয়টিকেই ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা স্পষ্টভাবে জানিয়েছেন, রাশিয়া এই হামলার স্বপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেনি। তাঁর দাবি, এমন কোনো হামলাই ঘটেনি। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর বলেন, এটি শান্তি আলোচনা বানচাল করতে রাশিয়ার একটি সাজানো নাটক।

ফ্রান্সও এই ঘটনায় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। ফরাসি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার তোলা এই গুরুতর অভিযোগের পেছনে তারা কোনো শক্তিশালী প্রমাণ খুঁজে পায়নি।

 

World: PM Modi expresses deep concern over reported drone strikes on Putin’s residence. Russia claims 91 Ukrainian drones targeted the Novgorod compound, while Ukraine denies all allegations, calling it a fabricated move to derail current peace talks.

Advertisements