রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা (Putin Greets Modi) জানালেন। ক্রেমলিনের তরফে প্রকাশিত আনুষ্ঠানিক বার্তায় পুতিন মোদীর নেতৃত্বের প্রশংসা করে বলেন, দিল্লি-মস্কোর সম্পর্ক মজবুত করতে মোদীর ভূমিকা অনন্য।
পুতিন লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। ভারত ও রাশিয়ার বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে আপনার অসাধারণ ব্যক্তিগত অবদান রয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর পদে থেকে নরেন্দ্র মোদী দেশের নাগরিকদের আস্থা অর্জন করেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রভাব বিস্তার করেছেন।
দুই দেশের বন্ধুত্ব বহু দশক ধরে অটুট রয়েছে। স্বাধীনতার পর থেকেই রাশিয়া ভারতের অন্যতম ঘনিষ্ঠ কূটনৈতিক সঙ্গী। প্রতিরক্ষা, জ্বালানি, শিক্ষা, বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় দুই দেশের যৌথ উদ্যোগ আন্তর্জাতিক মহলেও প্রশংসিত। বিশেষ করে প্রতিরক্ষা খাতে রাশিয়া ভারতের সবচেয়ে বড় অংশীদার হিসেবে পরিচিত।
গত মাসে চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের সময় মোদী ও পুতিনের বৈঠক হয়। সেখানে দুই নেতা আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকের পর উভয় দেশই সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি জানায়।
পুতিন তাঁর বার্তায় ভারতের উন্নতির দিকও তুলে ধরেছেন। তিনি বলেন, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি—সব ক্ষেত্রেই ভারতের অগ্রগতি প্রশংসনীয়, আর তার কৃতিত্ব বর্তমান নেতৃত্বের। মোদীর নীতিনির্ধারণ শুধু ভারতের জন্য নয়, বৈশ্বিক অঙ্গনের জন্যও গুরুত্বপূর্ণ।
কূটনৈতিক মহলের মতে, পুতিনের এই শুভেচ্ছা বার্তা কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং ভারত-রাশিয়া সম্পর্কের গভীরতা ও স্থায়িত্বের প্রতিফলন।