Pok Protest: পাক অধিকৃত কাশ্মীরে গৃহযুদ্ধের পরিস্থিতি, সেনার সঙ্গে কাশ্মীরিদের সংঘর্ষে নিহত ১

বিক্ষোভের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর (Pok Protest)। রীতিমতো গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। জানা গিয়েছে, বিদ্যুৎ বিলে ‘অন্যায্য’ কর আরোপের প্রতিবাদে রাস্তায় নেমেছে…

বিক্ষোভের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর (Pok Protest)। রীতিমতো গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। জানা গিয়েছে, বিদ্যুৎ বিলে ‘অন্যায্য’ কর আরোপের প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। এদিকে পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে কাশ্মীরিরা শাহবাজ সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় এবং ক্ষোভে পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। জনগণের অনিয়ন্ত্রিত ক্ষোভ প্রশমিত করতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হলেও তখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

এদিকে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শনিবার পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদে ধর্মঘট হয়। এ সময় ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্বাভাবিক জীবনযাত্রাও যথেষ্ট প্রভাবিত হয়েছে। এখন জানা যাচ্ছে, নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে এক পাকিস্তানি পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।

   

পাক অধিকৃত কাশ্মীরে চলমান বিক্ষোভ ও বনধ ধর্মঘট চলাকালীন সংঘর্ষে কমপক্ষে একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। মিরপুরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) কামরান আলীর উপ-পরিদর্শক (এসআই) আদনান কুরেশি ইসলামগড় শহরে বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন বলে খবর। জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির আহ্বানে শুক্রবার মুজফফরাবাদে বনধ ও চাকা-জ্যাম ধর্মঘট অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে, যার প্রভাব পড়ে বাড়ি ঘরের মানুষের ওপর।