ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগেই মাস্কের মুখোমুখি মোদী, বাড়ছে কৌতুহল

ওয়াশিংটন: দু’দিনের সফরে আমেরিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই দু’দিন ঠাসা কর্মসূচিতে রয়েছে তাঁর। ৩৬ ঘণ্টায় ছ’টি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে৷ সেই তালিকায় রয়েছে টেসলা কর্তা…

PM Modi to meet Elon Musk

ওয়াশিংটন: দু’দিনের সফরে আমেরিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই দু’দিন ঠাসা কর্মসূচিতে রয়েছে তাঁর। ৩৬ ঘণ্টায় ছ’টি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে৷ সেই তালিকায় রয়েছে টেসলা কর্তা ইলন মাস্কের নামও। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধেতেই মুখোমুখি হবেন স্পেস এক্স-এর শীর্ষ কর্তা ইলন মাস্ক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোয়াইট হাউসেই তাঁদের সাক্ষাৎ হবে বলে সূত্রের খবর।

আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। অভিবাসন নীতি থেকে শুল্ক-সহ একাধিক বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী৷ এরই মাঝে ট্রাম্প-ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্কের সঙ্গেও মোদীর বিশেষ সাক্ষাতের খবরে কৌতূহল ছড়িয়েছে। মনে করা হচ্ছে, ভারতের বাজারে স্টারলিঙ্ক স্যাটেলাইটের  প্রবেশ নিয়ে আলোচনা হতে পারে দু’জনেপ মধ্যে৷

ট্রাম্পের সঙ্গে বৈঠক

শুক্রবার, প্রধানমন্ত্রী মোদী হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ওই বৈঠকে উপস্থিত থাকবেন ট্রাম্পের মন্ত্রিসভার শীর্ষ কর্মকর্তারাও। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলন এবং মার্কিন প্রেসিডেন্টের আতিথ্যেবাদে একটি ডিনারের আয়োজন করা হবে।

প্রথম মেয়াদে ট্রাম্প ও মোদীর সম্পর্ক ছিল উষ্ণ, তবে বর্তমানে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রাম্পের শুল্ক নীতি। ট্রাম্প ভারতসহ অন্যান্য দেশের বিরুদ্ধে বড় আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ভারতের আশা, এই বৈঠকটি তাদের জন্য কিছুটা সুবিধাজনক হবে এবং তারা এই শুল্ক নীতির চাপ থেকে মুক্তি পাবে।

প্রধানমন্ত্রী মোদী ও ট্রাম্পের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা এবং কৌশলগত সম্পর্ক নিয়েও আলোচনা হবে। বিশেষভাবে, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ তৈরি হতে পারে। এছাড়া, বর্তমানে ভারত ও আমেরিকার মধ্যে ৪৫.৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে, যা আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।

Advertisements

ইলন মাস্কের সঙ্গে বৈঠক

প্রধানমন্ত্রী মোদী টেসলা সিইও ইলন মাস্কের সঙ্গে বৈঠক করবেন। গত বছর, ইলন মাস্ক তাঁর ভারত সফর বাতিল করেছিলেন, তাই তাঁর সঙ্গে এই বৈঠকের উপর বিশেষ নজর থাকবে। স্টারলিংক স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবার ভারতীয় বাজারে প্রবেশ এবং টেসলা ফ্যাক্টরি স্থাপনের বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

এছাড়া, প্রধানমন্ত্রী মোদী বিবেক রামস্বামীর সঙ্গেও বৈঠক করবেন, যিনি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।