সম্ভবত ফেব্রুয়ারিতেই আমেরিকা সফরে মোদী, ফোনালাপের পরই জানালেন ট্রাম্প

ওয়াশিংটন: আগামী মাসে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার একথা ঘোষণা করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের প্রসঙ্গও তুলে ধরলেন…

PM Modi may visit US next month

ওয়াশিংটন: আগামী মাসে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার একথা ঘোষণা করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের প্রসঙ্গও তুলে ধরলেন তিনি৷ ট্রাম্প জানালেন, অবৈধ অভিবাসীদের ফেরাতে যথাযথ সিদ্ধান্তই নেবে ভারত। উল্লেখ্য, সোমবার ফোনে কথা হয় দুই রাষ্ট্র প্রধানের৷ নানা বিষয় নিয়ে কথা বলেন মোদী ও ট্রাম্প। তারপরেই প্রধানমন্ত্রীর মার্কিন সফরের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। (PM Modi may visit US next month)

ফেব্রুয়ারিতে আমেরিকায় মোদী PM Modi may visit US next month

ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। ট্রাম্প বলেন, “আজ সকালে (সোমবার) প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয়েছে। তিনি আগামী মাসে, সম্ভবত ফেব্রুয়ারিতে, হোয়াইট হাউসে আসবেন। আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে।”

   

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প ও মোদী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর আলোচনা করেছেন। তাঁরা নিরাপত্তা এবং আঞ্চলিক বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও ইউরোপে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে।

অভিবাসন নিয়ে কথা PM Modi may visit US next month

ট্রাম্প আরও বলেছেন, তিনি প্রধানমন্ত্রী মোদীর কাছে আবেদন জানিয়েছেন যেন ভারত, আমেরিকার তৈরি নিরাপত্তা সরঞ্জাম আরও বেশি পরিমাণে কেনে। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে আরও গভীর করার উপরেও গুরুত্ব আরোপ করেছেন।

নরেন্দ্র মোদী টুইটে জানান, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে খুশি। তাঁর কথায়, ‘‘আমরা একসঙ্গে কাজ করব, যাতে আমাদের জনগণের কল্যাণ হয় এবং বিশ্বে শান্তি ও সমৃদ্ধি আসে।’’

মোদী এবং ট্রাম্পের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। ২০১৯ সালে হিউস্টনে এবং ২০২০ সালে আহমেদাবাদে তাঁরা একসঙ্গে বড় জনসভায় ভাষণ দিয়েছিলেন। তাঁদের সম্পর্ক আরও গভীর হয়েছে, যদিও সম্প্রতি কিছু বাণিজ্যিক এবং অভিবাসন বিষয় নিয়ে উদ্বেগ থাকলেও, ফোনালাপে উভয় নেতাই সহযোগিতার ওপর জোর দিয়েছেন।

উল্লেখ্য, আমেরিকার অভিবাসীদের মধ্যে একটা বড় অংশই হল ভারতীয়৷ সেই নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “অভিবাসন নিয়ে মোদীর সঙ্গে কথা হয়েছে। অভিবাসীদের ফেরানোর ক্ষেত্রে ভারত সঠিক পদক্ষেপই করবে।” কিন্তু, আমেরিকা থেকে বিতারিত অভিবাসীদের গ্রহণ করতে রাজি নয় কলম্বিয়া। এর পরই কলম্বিয়ার উপর বিরাট নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

World: Prime Minister Narendra Modi to visit the US in February, announced by President Donald Trump. Discussions to include bilateral relations, security, and regional cooperation. Trump highlights India’s stance on illegal immigration. Strengthening Indo-US ties.