দু’দিনের সফরে আমেরিকায় পৌঁছলেন নরেন্দ্র মোদী, আজই ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক

ওয়াশিংটন: ফ্রান্স ঘুরে দু’দিনের সফরে আমেরিকায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়৷ আজ, বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে…

ওয়াশিংটন: ফ্রান্স ঘুরে দু’দিনের সফরে আমেরিকায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়৷ আজ, বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী। এই বৈঠকের লাইভ স্ট্রিমিং করা হবে বলেও জানা গিয়েছে। ট্রাম্প দ্বিতীয় বার হোয়াইট হাউসে পা রাখার পর তিন রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই তিন রাষ্ট্রপ্রধান হলেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা৷ চতুর্থ রাষ্ট্রপ্রধান হিসাবে আজ নরেন্দ্র মোদী ট্রাম্পের মুখোমুখি হবেন৷ ‘বন্ধু’ মোদীর সঙ্গে কী কী বিষয়ে আলোচনা হয়, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব৷ 

ফ্রান্স সফর সেরে গতকালই আমেরিকার উদ্দেশে রওনা হয়েছিলেন মোদী৷ এদিন ভোর রাতে তাঁর বিমান অবতরণ ওয়াশিংটনের ডিসির বিমানবন্দরে অবতরণ করে। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মার্কিন আধিকারিক ও আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয়মোহন কোয়াত্রা। ওয়াশিংটনে পৌঁছে টুইট করেন মোদী৷ তিনি লেখেন, ‘‘কিছু ক্ষণ আগেই ওয়াশিংটন বিমানবন্দরে নামলাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য মুখিয়ে রয়েছি৷ ভারত ও আমেরিকার মধ্যে আন্তর্জাতিক কৌশলগত বোঝাপড়ার ক্ষেত্র আরও মজবুত হবে।’ আগামী দিনে ভারত এবং আমেরিকা বিশ্বের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের জন্য কাজ করবে বলেও জানান মোদী।

   

বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল ব্লেয়ার হাউসে মোদীর থাকার বন্দোবস্ত করা হয়েছে। অতীতেও অবশ্য বহু রাষ্ট্রপ্রধান এই রাজকীয় বাড়িতে থেকেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এদিন হোটেলের সামনে ভিড় জমান প্রবাসী ভারতীয়রা। হাতে ভারতের পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর আসার অপেক্ষা করছিলেন তাঁরা। মোদী হোটেল ব্লেয়ার হাউসে পৌঁছতেই হাততালিতে ফেটে পড়ে চারপাশ। সকলেই এগিয়ে আসেন একবার তাঁর সঙ্গে হাত মেলানোর জন্য৷ মোদী সকলের সঙ্গেই দেখা করেন৷ এর পর আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর তুলসী গাবার্ডের সঙ্গেও দেখা করেন মোদী।