মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, মৃত অন্তত ২

লস অ্যাঞ্জেলস: মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের মারানা রিজিওনাল বিমানবন্দরে দুটি ছোট বিমানের সংঘর্ষে অন্তত দুইজনের মৃত্যুর খবর মিলেছে। বুধবার সকালে, রানওয়ে ১২-র কাছে উড়ানের সময় সেসনা…

Planes Collide Midair At US Airport 2 Dead

লস অ্যাঞ্জেলস: মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের মারানা রিজিওনাল বিমানবন্দরে দুটি ছোট বিমানের সংঘর্ষে অন্তত দুইজনের মৃত্যুর খবর মিলেছে। বুধবার সকালে, রানওয়ে ১২-র কাছে উড়ানের সময় সেসনা ১৭২এস এবং ল্যাঙ্কেয়ার ৩৬০ এমকে ২ বিমানের মধ্যে সংঘর্ষ ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, সংঘর্ষের পর সেসনা বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও, ল্যাঙ্কেয়ার বিমানটি রানওয়ে ৩-এর কাছে আছড়ে পড়ে৷ সঙ্গে সঙ্গে তাতে আগুন লেগে যায়। মৃত্যু হয় দু’জনের৷ তবে এখনও পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি৷ 

   

মারানা পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়েছে। এনটিএসবি দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে।

Advertisements

 গত কয়েকদিনে আমেরিকায় একের পর এক বিমান দুর্ঘটনা ঘটেছে। এর আগে, ওয়াশিংটন ডিসিতে একটি হেলিকপ্টার এবং আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষ হয়৷ ওই ঘটনায় মৃত্যু হয়েছিব ৬৪ জন যাত্রী এবং ৩ ক্রু সদস্যের৷ এছাড়াও, ফিলাডেলফিয়ায় একটি ছোট মেডিকেল বিমান ভবনে আছড়ে পড়ে৷ ওই বিমানে ৬ জন যাত্রী ছিলেন৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়৷ 

এমন একের পর এক দুর্ঘটনা ঘটার পর, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল খাতের পক্ষ থেকে মার্কিন কংগ্রেসের কাছে জরুরি তহবিলের জন্য আবেদন করা হয়েছে, যাতে বিমান ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি ও কর্মী সংখ্যা বাড়ানো যেতে পারে।