Plane Went Off Runway Crashed At South Korea Airport
বছর শেষে ভয়াবহু দুর্ঘটনা। দক্ষিণ কোরিয়ায় ভেঙে পড়ল (plane crashed) বিমান। শতাধিক যাত্রীসহ বিমানটি ভেঙে পড়েছে। বাড়ছে নিহতের সংখ্যা।
বিবিসি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার (South korea) একটি বিমানবন্দরে ১৮১ জন যাত্রী-সহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ পরিস্থিতি।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। সেটি পাশের দেয়ালে ধাক্কা মারে। এসময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ছয় জন ক্রু মিলিয়ে মোট ১৮১ জন ছিলেন।
ওই বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফেরত গিয়ে বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে।
Plane Went Off Runway Crashed At South Korea Airport বছর শেষে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা
ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে যে আগুন প্রায় নিভিয়ে ফেলা হয়েছে তবে কর্মকর্তারা এখনও দক্ষিণের শহর মুয়ানের বিমানবন্দরে জেজু এয়ারের যাত্রীবাহী বিমান থেকে উদ্ধার চলছে। বহু মৃত্যুর আশঙ্কা।
স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজ সম্প্রচার করেছে যাতে দেখা যাচ্ছে প্লেন থেকে কালো ধোঁয়া ও আগুনে আচ্ছন্ন হয়ে পড়ে। বিমানের ল্যান্ডিং গিয়ার সঠিকভাবে স্থাপন করতে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। বিমানটি তখন রানওয়ে থেকে সরে যায় এবং বিমানবন্দরের ঘেরের দেয়ালে আঘাত করে, সামনে এবং লেজের অংশে দুটি টুকরো ভেঙে আগুনে ফেটে যায়।
ইয়োনহাপ নিউজ জানিয়েছে এই আঞ্চলিক বিমানবন্দরটি দক্ষিণ কোরিয়া থেকে নয়টি দেশে 18টি আন্তর্জাতিক গন্তব্যে বিমান পরিচালনা করবে।মুয়ান-ব্যাংকক রুট মাত্র তিন সপ্তাহ আগে 8 ডিসেম্বর চালু হয়েছিল।