আসিম মুনিরকে খোলা হুমকি পাকিস্তানি তালিবানের!

ইসলামাবাদ: দেশের অভ্যন্তরেই সন্ত্রাসবাদীদের নিশানায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)। সম্প্রতি পাকিস্তানের তালিবান গোষ্ঠী তেহেরিক-ই-তালিবান (TTP) একটি ভিডিও বার্তায় আসিম মুনিরকে হুমকি দিয়ে বলেন, “পুরুষ হলে আমাদের মুখোমুখি হন”!

Advertisements

শুধু তাই নয়, নিজের সেনাদের হত্যা চাইলেই যেন তালিবানিদের মারতে পাঠায় পাক-সেনা প্রধান, বলেও হুঁশিয়ারি দেয় টিটিপি। গত ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার কুর্রামে এক অতর্কিত হামলার যুদ্ধক্ষেত্র থেকে ভিডিওটি করা হয়েছে বলে জানা গিয়েছে। যেখানে টিটিপি দাবি করেছে যে ২২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং আটককৃত গোলাবারুদ এবং যানবাহন দেখানো হয়েছে।

যদিও পাক-তালিবানিদের এই দাবী সম্পূর্ণ উড়িয়ে দিয়ে পাক সেনা দাবী করেছে সংঘর্ষে এখনও পর্যন্ত মাত্র ১১ জন সেনা নিহত হয়েছে। টিটিপির (TTP) প্রকাশিত একটি ভিডিও ক্লিপে, পাকিস্তানি কর্মকর্তারা কমান্ডার কাজিম নামক এক বরিষ্ঠ নেতা ক্যামেরার সামনে উপস্থিত হয়ে বলছেন, “যদি তুমি পুরুষ হও তাহলে আমাদের মুখোমুখি হও।”

একই ভিডিওতে, কাজিম এরপর বলছেন, “যদি তুমি তোমার মায়ের দুধ খেয়ে থাকো তাহলে আমাদের সাথে যুদ্ধ করো।” ২১শে অক্টোবর, পাকিস্তানি কর্তৃপক্ষ কাজিমকে ধরার জন্য ১০ কোটি পাকিস্তানি রুপি (পিকেআর) পুরস্কার ঘোষণা করে।

Advertisements

প্রসঙ্গত, সীমান্তে কয়েকদিন ধরে গোলাবর্ষণ, বিমান হামলা এবং উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের প্রাণহানির পর, পাকিস্তান এবং কাবুলের তালিবান-নেতৃত্বাধীন কর্তৃপক্ষ অক্টোবরের মাঝামাঝি সময়ে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়।

দোহায় প্রকাশ্যে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল এবং ডুরান্ড লাইন বরাবর উত্তেজনা বন্ধ করার জন্য এটিকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে প্রণয়ন করা হয়েছিল। কিন্তু ইসলামাবাদ এই কথা বলতে দ্বিধা করছে যে যুদ্ধবিরতি কেবল তখনই টিকে থাকবে যদি আফগানিস্তান টিটিপির স্পষ্ট ইঙ্গিত দিয়ে আফগান মাটি থেকে পরিচালিত সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।