জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছে জাফর এক্সপ্রেস। এই ট্রেন ঘিরে (Pakistan Train Hijack) গুলির লড়াই চলছে। গুলি করা বন্ধ না হলে যাত্রীদের খুন করা হবে। এমনই হুমকি দিল পাকিস্তানের সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি। এই সংগঠনটি পাক সরকারের নজরে জঙ্গি গোষ্ঠী। তবে বালোচিস্তান রাজ্যে সরকার বিদ্রোহী বালোচ সংগঠনগুলির নজরে স্বাধীনতাকামী সংগঠন।
পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিতে বালোচিস্তানে সশস্ত্র আন্দোলন চলছে দীর্ঘ সময় ধরে। পড়শি দুই দেশ আফগানিস্তান ও ইরানের সংলগ্ন পাক বালোচ রাজ্য। এখানে বালোচ লিবারেশন আর্মি বারবার সংঘর্ষ ও নাশকতায় জড়িয়েছে। তবে মঙ্গলবার বিএলএ সংগঠনটি পুরো ট্রেন দখল করে কমপক্ষে ৫০০ যাত্রীকে পণবন্দি বানিয়েছে। এই ঘটনায় বিশ্ব শিহরিত। সাম্প্রতিক সময়ে এটাই পাকিস্তানে এত বড় হামলা।
বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার সময় বালোচিস্তানের কাছি জেলার মাচ টাউনের আব-ই-গুম এলাকার কাছে এই হামলার ঘটনা ঘটে। জাফর এক্সপ্রেস ( ৯টি কোচ ও ৫০০ যাত্রী) বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) সংগঠন হাইজ্যাক করে। জঙ্গিরা ট্রেনে গুলি চালালে ট্রেন চালক আহত হয়। নিরাপত্তা বাহিনী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে আসে। বালোচিস্তানের মুখ্যমন্ত্রী এই ঘটনার একটি জরুরি প্রতিবেদন দাবি করেছেন। বিএলএ সংগঠন সমস্ত যাত্রীদের বন্দি করেছে এবং সামরিক অভিযান বন্ধ করার দাবি করছে।
পাক সংবাদপত্র Express News জানিয়েছে বন্দুকধারীরা ট্রেনটিকে মাচের পাহাড়ি এলাকায় থামাতে বাধ্য করে।এলাকায় গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে যাত্রীদের মধ্যে একাধিক জখম। রেলওয়ে জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছেন কাছাকাছি হাসপাতালে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
নিরাপত্তা বাহিনী মাচ পাহাড়ের আশেপাশের এলাকাটি ঘিরে রেখেছে বলে জানা গেছে, যা দুর্গম ভূখণ্ড। বন্দুকধারীরা বিক্ষিপ্তভাবে গুলি চালিয়েছে। যাত্রীদের মুক্ত করতে অভিযান অব্যাহত বলে জানা গেছে।
Pakistan Train Hijack Militants threaten to kill 500 passengers of jaffar Express, Pak commando operation.