Pakistan: সুপ্রিম কোর্টে ধাক্কা ইমরান খানের, শনিবার অনাস্থা ভোট

পাকিস্তান (Pakistan) সংসদে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক বলে খারিজ করে দিয়েছিলেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। ডেপুটি স্পিকারের সেই সিদ্ধান্তকেই অসাংবিধানিক বলে ঘোষণা করল…

Pakistan PM Imran Khan says he won't resign ahead of no-confidence move

পাকিস্তান (Pakistan) সংসদে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক বলে খারিজ করে দিয়েছিলেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। ডেপুটি স্পিকারের সেই সিদ্ধান্তকেই অসাংবিধানিক বলে ঘোষণা করল পাক সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে বেঞ্চ এদিন জাতীয় সংসদ পুনর্গঠনের নির্দেশ দিয়েছে।

 বিরোধী রাজনৈতিক দলগুলিকে সংসদে অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট আরিফ আলভির সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকেও খারিজ করে দিয়েছে  পাক সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।

একটানা চারদিন ধরে শুনানি পর বৃহস্পতিবার রাতে নাগাদ রায় ঘোষণা করে পাকিস্তানের সর্বোচ্চ আদালত। শুনানি ও রায় ঘোষণা উপলক্ষে এদিন সুপ্রিম কোর্ট চত্বর কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। আদালত চত্বরেও তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। এদিন রায় ঘোষণার আগে আদালত কক্ষের ভেতরে পুলিশ ও আইনজীবীদের একপ্রস্ত হাতাহাতি হয়ে যায়।

পাকিস্তান নির্বাচন কমিশন আদালতকে জানায় চার মাসের আগে কোনওভাবেই ভোট নেওয়া সম্ভব নয়। প্রেসিডেন্ট তিন মাসের মধ্যে ভোট করানোর নির্দেশ দিলেও বাস্তবে সেটা সম্ভব নয়।

পাক শীর্ষ আদালতের এদিনের নির্দেশে বড় মাপের বিড়ম্বনায় পড়লেন ইমরান খান। অনাস্থা প্রস্তাব পেশ হলে কিং খানের পরাজয় কেউ আটকাতে পারবে না। তিন মাসের মধ্যে নির্বাচন সেরে নতুন করে সরকার গঠনের যে পরিকল্পনা ইমরান নিয়েছিলেন তা মাঠে মারা গেল। আশঙ্কা আস্থাভোটে পরাজয়ের পর ইমরান গ্রেফতার হতে পারেন।