‘অপারেশন সিঁদুর’-এর পর শাহবাজের ভাষণ ঘিরে পাকিস্তানে বিদ্রুপের ঝড়

ইসলামাবাদ: ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানে তৈরি হয়েছে চরম উত্তেজনা। এই উত্তপ্ত পরিস্থিতিতে বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভাষণে তিনি…

pakistan pm shehbaz sharif trolled

ইসলামাবাদ: ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানে তৈরি হয়েছে চরম উত্তেজনা। এই উত্তপ্ত পরিস্থিতিতে বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভাষণে তিনি বলেন, “প্রতিটি পাকিস্তানির রক্তের প্রতিটি বিন্দুর প্রতিশোধ নেওয়া হবে।” তিনি আরও দাবি করেন, ভারত এই হামলায় শিশু ও মহিলাসহ ২৬ জন নিরীহ পাকিস্তানিকে হত্যা করেছে, যার জন্য ভারতকে চরম মূল্য দিতে হবে।

দুর্বল-আত্মবিশ্বাসহীন বক্তব্য 

তবে তাঁর এই বক্তব্য যতটা না উসকানিমূলক ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল দুর্বল ও আত্মবিশ্বাসহীন—এমনটাই মনে করছেন পাকিস্তানের সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তাঁর প্রতি কড়া সমালোচনা, ব্যঙ্গ-বিদ্রূপ এবং কটাক্ষের ঝড়।

   

একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, “প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দেখে মনে হচ্ছিল, তিনি নিজেই নিজের উপর আস্থা হারিয়ে ফেলেছেন। তাঁর শরীরী ভাষা ছিল অত্যন্ত দুর্বল। যেন জোর করে কিছু বলছেন, বিশ্বাস করেই বলছেন না।”

ট্রোলড শাহবাজ pakistan pm shehbaz sharif trolled

আরেকজন ব্যঙ্গ করে লেখেন, “শাহবাজ চাচা প্লিজ, টু-এক্স স্পিডে কথা বলুন। আপনার ভাষণের গতি এমন, যুদ্ধ শেষ হয়ে যাবে, কিন্তু আপনার কথা শেষ হবে না!”

শাহবাজ শরিফের ‘ভারতকে মূল্য দিতে হবে’—এই বক্তব্যের একটি অংশ কাট করে অনেকেই মিম বানিয়েছেন। একজন লিখেছেন, “এটা কি প্রতিশোধের ভাষণ? মনে হচ্ছে সরকার আসলে কোনও জবাব দেবে না। এই ভাষণেই স্পষ্ট, সরকারের কোনও পরিকল্পনাই নেই।”

সবচেয়ে কঠোর সমালোচনাটি এসেছে এমন একজনের কাছ থেকে, যিনি সরাসরি বলেন, “শাহবাজ শরিফ হলেন একজন ভীতু নেতা। এই সময়ে একজন সত্যিকারের নেতৃত্বপ্রদানকারী দরকার ছিল, চাপিয়ে দেওয়া নেতা দিয়ে জাতি পরিচালনা সম্ভব নয়।”

এইসব মন্তব্যের প্রেক্ষিতে স্পষ্ট, ভারতীয় হামলার পর পাকিস্তান সরকার যতটা না ভারতকে জবাব দিতে পেরেছে, তার চেয়ে বেশি রোষের মুখে পড়েছে নিজেদের জনতার। শাহবাজ শরিফের বক্তব্যে ছিল না কোনও বলিষ্ঠ কৌশলগত পরিকল্পনার ছাপ, বরং ফুটে উঠেছে হতাশা এবং অনিশ্চয়তা—এমনটাই মনে করছেন দেশবাসী।

World: Shehbaz Sharif’s post ‘Operation Sindoor’ speech criticized as weak and unconvincing. 1 Pakistanis mock his threats of revenge, citing lack of confidence.

Advertisements