PAK-IRAN Conflict: ইরান-পাক দুই ইসলামি দেশের সংঘাত, রাষ্ট্রদূত তাড়াল পাকিস্তান

সীমান্তে হামলার জেরে কূটনৈতিক সংঘাতে (Pakistan Iran Conflict) দুই প্রতিবেশি  ইসলামি প্রজাতন্ত্রের দেশ ইরান ও পাকিস্তান। দুটি দেশের মধ্যে কূটনৈতিক সংঘর্ষ তীব্র। ইরানের রাষ্ট্রদূতকে তাড়াল পাকিস্তান সরকার। জানা যাচ্ছে ইরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনছে পাকিস্তান।

পাকিস্তান বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেছেন “পাকিস্তান ইরান থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এবং পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত, যিনি বর্তমানে ইরান সফর করছেন, আপাতত ফিরে নাও আসতে পারেন,”

   

সীমান্তের লাগোয়া পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে বিমান হামলা চালিয়েছিল ইরান। এই হামলা দুই দেশের  ক্রমবর্ধমান উত্তেজনার মধ্য সমস্ত উচ্চ-পর্যায়ের সফর স্থগিত হয়েছে। পাক বিদেশ দফতরের সাংবাদিক সম্মেলনে বলা হয়ে,  ইসলামাবাদ ইরান থেকে তার রাষ্ট্রদূতকে বাড়িতে ডেকেছে এবং তার ইরানি প্রতিপক্ষ, যিনি ভ্রমণ করছেন, তাকে ফিরে আসতে নিষেধ করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন