নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উত্তেজনার মাঝে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের গলায় ভিন্ন সুর৷ তিনি বলেন, ভারত যদি তাদের হামলা বন্ধ করে, তবে পাকিস্তানও প্রতিক্রিয়া বন্ধ করার বিষয়ে ভাববে।
৭ মে ভারত “অপারেশন সিঁদুর” চালিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানোর পর, দুই দেশের মধ্যে চাপানউতর তীব্র হয়ে ওঠে। পাকিস্তান যদিও দাবি করেছে, ভারতের হামলায় তাদের সাধারণ মানুষ নিহত হয়েছেন৷ ভারত সেই অভিযোগ অস্বীকার করে জানায়, তাদের আক্রমণ শুধু পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে ছিল।
সুর নরম পাক বিদেশমন্ত্রীর
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দার বলেছেন, “আমাদের ধৈর্যের সীমা শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা জবাব দিয়েছি। তবে যদি ভারত থামে, আমরা হামলা বন্ধ করার বিষয়ে ভাবতে পারি।” তিনি আরও জানিয়েছেন, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকেও এই বার্তা দিয়েছেন।
২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে দায়ী করেছিল, তবে পাকিস্তান তা অস্বীকার করেছে। এর পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।
বিক্রম মিস্রীর তীব্র প্রতিক্রিয়া Pakistan FM Ishaq Dar offers ceasefire
ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী পাকিস্তানের এমন দাবির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘‘পাকিস্তান যে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে, তার প্রমাণ বিশ্ব জানে।’’ তিনি পাকিস্তানের অ্যাবটাবাদ শহরের উদাহরণ দিয়ে বলেন, ‘‘এখানে একসময় আল-কায়দার প্রধান ওসামা বিন লাদেন লুকিয়ে ছিলেন।’’
এদিকে, শুক্রবার রাতে পাকিস্তান আবার সীমান্ত সংলগ্ন ২৬টি জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে, তবে ভারতীয় সেনাবাহিনী সেগুলোকে প্রতিরোধ করেছে। জম্মু-কাশ্মীর থেকে গুজরাটের ভুজ পর্যন্ত বিস্তৃত এলাকাগুলোতে এই হামলার চেষ্টা করা হয়, কিন্তু তা ব্যর্থ হয়।
বিশ্বজুড়ে পাকিস্তান-ভারত উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে, কারণ দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এমন সংঘাতের পরিণতি অনিশ্চিত।
World: Pakistan FM Ishaq Dar offers ceasefire if India stops attacks, amid Operation Sindoor tensions. Pakistan claims civilian casualties, India denies. Dar conveys message to US Secretary Rubio.