ইসলামাবাদ: পহেলগাঁও-এ রক্তাক্ত জঙ্গি হামলার পর ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। ঠিক সেই আবহেই আরও একবার নিজেদের সামরিক ক্ষমতার প্রদর্শন করল পাকিস্তান৷ সফলভাবে পরীক্ষা করল ‘ফতেহ’ নামে ১২০ কিমি পাল্লার ভূমি-থেকে-ভূমি ক্ষেপণাস্ত্র। ‘Exercise Indus’ নামের সামরিক মহড়ার অংশ হিসেবেই এই উৎক্ষেপণ বলছে ইসলামাবাদ।
সামরিক মহড়া, কূটনৈতিক চাপ—দুই পথেই ভারত-পাকিস্তান মুখোমুখি
পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার একটি উপদল। ওই হামলায় নিহত ২৬ জনের অধিকাংশই ছিলেন পর্যটক। ভারত এই ঘটনার কড়া প্রতিক্রিয়ায় একের পর এক পদক্ষেপ নিয়েছে—সিন্ধু জলচুক্তি স্থগিত, পাকিস্তানিদের জন্য ভিসা বাতিল, সমস্ত রকম আমদানি নিষিদ্ধ এবং সীমান্তে কড়া সামরিক অবস্থান।
পাকিস্তানও পাল্টা সুর চড়াতে শুরু করেছে। ফতেহ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে শনিবার পরীক্ষা করে আরও একটি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ‘আবদালি’। সেনাবাহিনীর মিডিয়া শাখা ISPR জানিয়েছে, “আমাদের প্রযুক্তিগত ক্ষমতা যাচাই এবং অপারেশনাল প্রস্তুতি পরীক্ষাই ছিল এই পরীক্ষার মূল উদ্দেশ্য।”
কূটনৈতিক ভাষ্য: চাপ ও প্রতিরোধের খেলা Pakistan Fateh Missile Test
দুই দেশের এই কার্যকলাপ শুধু সামরিক নয়, কূটনৈতিক বার্তাও বয়ে আনে। একদিকে ভারত চাইছে, পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে চিহ্নিত করতে। অন্যদিকে, পাকিস্তান এই ঘটনাগুলিকে ‘অভ্যন্তরীণ প্রতিক্রিয়া’ হিসেবে তুলে ধরে নিজেকে প্রতিরক্ষার ভঙ্গিতে উপস্থাপন করছে।
এই মুহূর্তে রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক চলছে ভারত-পাক উত্তেজনা নিয়ে। সেখানে পাকিস্তান সরাসরি পহেলগাঁও প্রসঙ্গ তোলে। অন্যদিকে, ভারত চাইছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা প্রতিষ্ঠিত করতে।
ভারতের পাল্টা বার্তা: আকাশপথেও প্রস্তুত দেশ
ভারতের তরফেও শক্তি প্রদর্শনের অভাব নেই। সাম্প্রতিক ‘আক্রমণ’ মহড়ায় অংশ নেয় রাফালসহ ফ্রন্টলাইন যুদ্ধবিমান। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের ওপর “land-and-go” অভিযান চালিয়ে ভারতীয় বায়ুসেনা প্রমাণ করেছে, প্রয়োজনে যুদ্ধ কৌশল কোন মাত্রায় পৌঁছতে পারে।
দুই পরমাণু শক্তিধর দেশের উত্তপ্ত রাজনীতি কতদূর যাবে?
এই মুহূর্তে উপমহাদেশ কার্যত দুই কৌশলগত লক্ষ্যবস্তুর মধ্যে দোদুল্যমান—আন্তর্জাতিক চাপের মধ্যে দিয়ে পাকিস্তানকে একঘরে করা, না কি আঞ্চলিক সংঘর্ষের সম্ভাবনা আরও বাড়িয়ে দেওয়া। পাহালগাম হামলা সেই পারদ চড়ানো শুরু করেছিল, ‘ফতেহ’ মিসাইল যেন সেই উত্তেজনার এক নতুন অধ্যায়।
বিশ্লেষকদের মতে, পরবর্তী কয়েক দিন এই অঞ্চলীয় পরিস্থিতির দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে জাতিসংঘের ভূমিকা, ভারতের কূটনৈতিক তৎপরতা ও পাকিস্তানের পাল্টা অবস্থান।
World: Pakistan tests ‘Fateh’ missile amid rising India tensions after Pahalgaon attack. 120km range surface-to-surface missile tested during ‘Exercise Indus’. UNSC meeting underway on Indo-Pak situation.