পাকিস্তানে বাস থেকে ২৩ যাত্রীকে নামিয়ে গুলিতে ঝাঁঝরা করল জঙ্গিরা

ফের ভয়াবহ জঙ্গি হামলার কবলে পাকিস্তান। বাসের যাত্রীদের গুলি করে হত্যা করল জঙ্গিরা। রাস্তা আটকে বাস থামিয়ে যাত্রীদের নামতে বাধ্য করা, তার পর পরিচয়পত্র খতিয়ে দেখে বেছে বেছে গুলি  জানা গিয়েছে, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে প্রতিবেশী দেশ পাকিস্তানের বালুচিস্তানে। ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

Advertisements

নবান্ন অভিযান অবৈধ, বিজেপি ‘শকুনের রাজনীতি’ করছে, কটাক্ষ কুনালের

   

সোমবার সকালে রারাশামের কাছে আগে থেকেই হাইওয়ে আটকে দাঁড়িয়েছিলেন একদল সশস্ত্র যুবক। বাস দেখেই রাস্তা আটকে দাঁড়ান তাঁরা। পরিচয় পত্র দেখে প্রত্যেক যাত্রীকে বাস থেকে নামানো হয়।

জন্মাষ্টমীর খরচ কমিয়ে ত্রাণ দান, কৃষ্ণ জন্মদিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার বার্তা ড. ইউনূসের

Advertisements

তারপর একে একে বাসের প্রতিটি যাত্রীকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। নিহতেরা প্রত্যেককেই পাঞ্জাবের বাসিন্দা। এরপর বাস ও অন্যান্য গাড়িতে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা।

মেয়ার শেষের আগেই ছাঁটাই ভারতে কর্মরত ২ বাংলাদেশি কূটনীতিক

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ় বুগতি। নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি। সরফরাজ়ের দাবি, এই হত্যার পিছনে রয়েছে সন্ত্রাসবাদীরাই।