পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪, সীমান্তে উত্তেজনা

আফগানিস্তানের স্পিন বোল্ডাক শহরে পাকিস্তানের বিমান হানা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলার লক্ষ্য ছিল চমন সীমান্ত পাসের আশেপাশের কয়েকটি আফগান-তালিবান পোস্ট।

ড্রোন ও বিমান হামলা

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার হামলার সময় ড্রোন ও বিমান ব্যবহার করা হয়েছে। এতে কমপক্ষে চারজন পাকিস্তানি সেনা নিহত হন, আহত আরও চার৷ এছাড়া সীমান্ত এলাকার প্রায় ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হামলার ভিডিয়োতে দেখা গিয়েছে, গলগল করে কালো ধোঁয়া বেরচ্ছে। 

   

সংঘর্ষ শুরু হয় ১১ অক্টোবর রাতে। আফগান বাহিনী পাকিস্তানের একাধিক সেনা পোস্টে হামলা চালায়। আফগান কর্মকর্তাদের দাবি, সীমান্ত লঙ্ঘনের জবাবে তারা ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। পাকিস্তানও পাল্টা আক্রমণে ২৩ সেনাকে হারিয়েছে এবং ২০০-এর বেশি “তালিবান ও সংশ্লিষ্ট সন্ত্রাসী” খতম হয়েছে।

সীমান্ত পাস বন্ধ Pakistan Afghanistan Airstrike

আফগান সীমান্ত পুলিশ মুখপাত্র আবদুল্লাহ উকাব জানিয়েছেন, সব সীমান্ত পাস বন্ধ রাখা হয়েছে। তবে চমন সীমান্ত পাস সাময়িকভাবে খোলা হয়, যাতে রবিবার থেকে আটকে থাকা প্রায় ১,৫০০ আফগান নাগরিক বাড়ি ফিরতে পারেন।

গত সপ্তাহে আফগান তালিবান সরকার জানায়, কাবুল ও পূর্ব আফগানিস্তানের বাজারে বিমান হামলা চালায় পাকিস্তান। এর আগে আফগানিস্তানে হামলা চালিয়ে “সন্ত্রাসী হাইডআউট” লক্ষ্যবস্তু বানিয়েছে।

দুই দেশের সীমান্তে আগেও সংঘর্ষ হয়েছে। তবে এবারকার হামলা সবচেয়ে প্রাণঘাতী। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করছে, আফগানিস্তান তাদের নিষিদ্ধ তালিবান গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর সদস্যদের আশ্রয় দিচ্ছে। আফগান সরকার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন