প্রেমে বাধা, পরিবারের ১৩ জনকে বিষ খাইয়ে খুন করল পাক মহিলা

death

Pakistan: চাঞ্চল্য পাকিস্তানের সিন্ধু প্রদেশে। প্রেমে বাধা পেয়ে পরিবারের ১৩ জনকে হত্যা করল মহিলা। রবিবার মহিলাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ওই মহিলা খাবারে বিষ মিশিয়ে পরিবারের ১৩ জনকে হত্যা করেছে। পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি পরিবার বলেই খুন করেছে মহিলা বলে জানিয়েছে পুলিশ।

গত ১৯ আগস্ট এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল খায়রপুরের কাছে হাইবত খান ব্রোহী গ্রাম। পুলিশ জানিয়েছে পরিবার তার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করতে না দেওয়ায় মেয়েটি ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর সে তার প্রেমিকের সঙ্গে তার বাবা-মা সহ পরিবারের সদস্যদের বিষ খাওয়ানোর ষড়যন্ত্র করে।

   

সিনিয়র পুলিশ আধিকারিক ইনায়েত শাহ বলেন, “১৩ সদস্যের সবাই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের সবাই মারা যায়। ময়নাতদন্তের পর দেখা যায়, এই মানুষগুলো বিষাক্ত খাবারে মারা গেছে।”

ইনায়েত শাহ আরও বলেন, পুলিশ গভীরভাবে তদন্ত করলে জানা যায়, মহিলা ও তার প্রেমিক বাড়িতে রুটি তৈরির গমে বিষ মেশায়। এই খবর জানতে পেয়ে রবিবার ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ইনায়েত শাহ জানান, “মহিলা রেগে ছিলেন কারণ, তার প্রচেষ্টা সত্ত্বেও, তার পরিবার তাকে তার পছন্দের ছেলেকে বিয়ে করতে দিতে প্রস্তুত ছিল না। মহিলা তার প্রেমিকের সাহায্য নিয়ে গমে বিষ মেশানোর কথা স্বীকার করেছে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন