কাঁচা বাদামের ‘রমজান’ ভার্সন গেয়ে ট্রোলের মুখে পাক শিল্পী

৮ থেকে ৮০…এখন সকলের মুখে মুখে ‘কাঁচা বাদাম’ শোনা যায়। সাম্প্রতিক সময়ে এই ‘কাঁচা বাদাম’ গানটিকে নিয়ে চর্চার শেষ নেই। এই গান গেয়ে রাতারাতি জনপ্রিয়…

৮ থেকে ৮০…এখন সকলের মুখে মুখে ‘কাঁচা বাদাম’ শোনা যায়। সাম্প্রতিক সময়ে এই ‘কাঁচা বাদাম’ গানটিকে নিয়ে চর্চার শেষ নেই। এই গান গেয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন ভুবন বাদ্যকর। কাঁচা বাদাম গানটি শুধু ভারতেই নয়, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। প্রত্যেকেই কাঁচা বাদামের গানে রিল তৈরি করছে এবং এটি ইনস্টাগ্রামে পোস্ট করছে এবং বিশাল ভিউ আদায় করছে।

তবে এবার এই কাঁচা বাদাম গান শোনা গেল প্রতিবেশী দেশ পাকিস্তানেও। পাকিস্তানে কাঁচা বাদাম গানটির ‘রমজান সংস্করণ’ বেরিয়েছে। এক পাকিস্তানি শিল্পী এই গানের রমজান সংস্করণ তৈরি করে ভুবনের মতো জনপ্রিয়তা তৈরি করতে চেয়েছিলেন। যদিও নেটিজেনরা এই সংস্করণকে ভালো চোখে নেয়নি। সোশ্যাল মিডিয়ার লোকেরা তাকে তীব্রভাবে ট্রোল করেছে। এই রিমিক্স সংস্করণটি ইউটিউবার ইয়াসির সোহারওয়ার্দি গেয়েছেন, যিনি পাকিস্তানে তার অদ্ভুত ভাইরাল ভিডিওর জন্য বিখ্যাত।

   

ইয়াসির সোহারওয়ার্দি গানটি তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। বিড়াল-পাখিদেরও এই গানে সুর বাজাতে দেখা যায়। তিনি হয়তো বড় হৃদয় দিয়ে কাঁচা বাদামের রমজান সংস্করণটি গেয়েছিলেন, যদিও ইন্টারনেট ব্যবহারকারীরা গানটি একেবারেই পছন্দ করেননি। এর পরেই তাঁকে টুইটারে ট্রোল করতে শুরু করে জনতা।

ইয়াসির গানটির নাম দিয়েছেন ‘রোজা রাকেগা’। কেউ কেউ ইয়াসিরের গানের প্রশংসাও করেছেন। যদিও গানটিতে প্রাণীদের কণ্ঠস্বর অনুকরণ করার জন্য বেশিরভাগ মানুষ ইয়াসিরকে উপহাস করেছেন। অধিকাংশ মানুষই বলেছেন, ইয়াসির মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছেন।