দিল্লি বিস্ফোরণের নেপথ্যে পাকিস্তানই, স্বীকারোক্তি PoK-এর প্রাক্তন ‘প্রধানমন্ত্রী’র

Pak Admits Red Fort Blast

দিল্লির লালকেল্লার সামনে সংঘটিত বিস্ফোরণ নিয়ে গোটা দেশ এবং আন্তর্জাতিক মহল উত্তাল। ঘটনার তদন্তে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য—জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে চিকিৎসক ও হোয়াইট কলার মডিউলের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এবার বিষয়টি আরও তীব্র রূপ নিয়েছে, যখন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন ‘প্রধানমন্ত্রী’ চৌধুরী আনোয়ারুল হক নিজেই বিস্ফোরণের পেছনে পাকিস্তানের দায় স্বীকার করেছেন।

Advertisements

আনোয়ারুল হকের মন্তব্য

সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে আনোয়ারুল হক বলেন, “বালুচিস্তানে যদি রক্তপাত চালিয়ে যাওয়া হয়, আমরা ভারতের কাশ্মীর থেকে শুরু করে লালকেল্লা পর্যন্ত পদক্ষেপ নিতে বাধ্য হব। আল্লাহর কৃপায় আমরা তা কার্যকর করেছি। এখন তারা শুধু মৃতদেহের সংখ্যা গুনছে।” দুই দিন আগেও এই নেতা পাক অধিকৃত কাশ্মীরের শীর্ষ পদে ছিলেন এবং ভারতবিরোধী অবস্থানের জন্য পরিচিত।

   

পাকিস্তান সরকার এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সামা টিভিকে বলেছেন, “ভারতের সঙ্গে সরাসরি সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে।”

পাকিস্তানের পরিস্থিতিও অস্থির Pak Admits Red Fort Blast

পাকিস্তানের অভ্যন্তরেও পরিস্থিতি অস্থির। বালুচ লিবারেশন আর্মি সম্প্রতি বিদ্রোহ ঘোষণা করে পাক সেনার ওপর হামলা চালাচ্ছে। পাকিস্তান বারবার এই অশান্তির দায় ভারতকে চাপানোর চেষ্টা করছে। কিন্তু ভারতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, বালুচিস্তানের পরিস্থিতিতে ভারতের কোনও ভূমিকা নেই এবং পাকিস্তান এটি শুধুই নিজের ঘরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নজর ঘোরানোর জন্য ব্যবহার করছে।

Advertisements

বিশেষজ্ঞরা মনে করছেন, দিল্লি বিস্ফোরণ ও আনোয়ারুল হকের স্বীকারোক্তি শুধু ভারত-পাকিস্তান সীমান্তকে নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতাকেও নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাচ্ছে।

World: Former PoK ‘PM’ Chowdhury Anwarul Haq admits Pakistan’s role in the Delhi Red Fort blast, escalating India-Pakistan tensions. The investigation revealed a white-collar terror module. Experts warn this confession challenges South Asia’s stability.