Flight Accident: ২১১ জন যাত্রী নিয়ে বিরাট দুর্ঘটনার মুখে বিমান! জরুরি অবতরণ, মৃত্যু একজনের

বিরাট দুর্ঘটনার (Flight Accident) মুখে পড়ল সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান। এদিন লন্ডন থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে বিরাট এয়ার টারবুল্যান্সের মুখে পড়ে একটি Boeing 777-300 ER বিমান।…

1 Dead, 30 Injured In 'Severe Turbulence' On Singapore Airlines Flight

বিরাট দুর্ঘটনার (Flight Accident) মুখে পড়ল সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান। এদিন লন্ডন থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে বিরাট এয়ার টারবুল্যান্সের মুখে পড়ে একটি Boeing 777-300 ER বিমান। এই ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। ব্যাংককে জরুরি অবতরণ করেছে SQ321 বিমানটি। সিঙ্গাপুর এয়ারলাইন্স এই দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এই ধরনের ঘটনা বিরল থেকে বিরলতম বলে জানিয়েছেন বিমান সংস্থার আধিকারিকরা। একটি বিবৃতিতে সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, সোমবার লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে SQ321 বিমানটি ‘তীব্র এয়ার টারব্যুলেন্সের’ মুখে পড়ে। ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টের উদ্দেশ্যে ঘুরিয়ে দেওয়া হয় বিমানটি।

   

সিঙ্গাপুর এয়ারলাইন্স আরও জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টে ৪৫ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করে বিমানটি। Boeing 777-300 ER বিমানটিতে ২১১ জন যাত্রী ছাড়াও ১৮ জন ক্রু মেম্বার ছিলেন।

Suvendu Adhikari: শুভেন্দুর কনভয় লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান, কী করলেন বিরোধী দলনেতা?

মৃত যাত্রীর পরিবারকে শ্রদ্ধাজ্ঞাপন করে সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, SQ321 বিমানে থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। আপাতত সমস্ত যাত্রী ও ক্রু মেম্বারদের সবরকম ভাবে সাহায্য করার বিষয়টিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। থাইল্যান্ডের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় চিকিৎসা পরিষেবা দেওয়ার আশ্বাস দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

একই সঙ্গে গোটা ঘটনার তদন্ত ও যাত্রীদের দেখভালের জন্য ব্যাংককে বিশেষ দল পাঠাচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল ও ফেসবুক পেজে যাবতীয় আপডেট দেওয়া হবে।

Mithun Chakraborty: ছোড়া হল ইট, ধেয়ে এল বোতল, প্রচারে বেরিয়ে কোনওমতে প্রাণে বাঁচলেন মিঠুন-অগ্নি

FlightRadar24 থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মাত্র তিন মিনিটে ৬০০০ ফুট নীচে চলে আসে বিমানটি। ৩৭০০০ ফুট উচ্চতায় উড়ছিল বিমানটি। মাত্র তিন মিনিটের মধ্যে সেটি ৩১০০০ ফুটে নেমে আসে। মাত্র ১০ মিনিট বিমানটি ৩১০০০ ফুট উচ্চতায় ছিল। এরপর ঠিক ৩০ মিনিটের মধ্যে সেটি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে অবতরণ করে।