Bhutan: কাদা মাটির ধস থেকে ফুটফুটে ভুটানি শিশু উদ্ধার, তার কান্না শুনল বিশ্ব

অঝোরে ঝরছে বৃষ্টি। যে কোনও সময় আবার মাটি ও পাথরের ধস নামবে। ভুটানের (Bhutan) পরিস্থিতি এমনই ভয়াবহ। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যারা উদ্ধারকারী তাদের কানে…

অঝোরে ঝরছে বৃষ্টি। যে কোনও সময় আবার মাটি ও পাথরের ধস নামবে। ভুটানের (Bhutan) পরিস্থিতি এমনই ভয়াবহ। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যারা উদ্ধারকারী তাদের কানে এলো এক শিশুর কান্নার আওয়াজ। ধস পেরিয়ে কিছুটা যেতেই তারা দেখলেন কাপড়ে মোড়া ভিজে চুপসে যাওয়া এক শিশুকে। সেই কাঁদছে। কোনওরকমে ধস পেরিয়ে ঝর্ণার উপর দিয়ে শিশুটি উদ্ধার করা হলো।

ভুটান থেকে আসা বিভিন্ন ভিডিও তে দেখা যাচ্ছে দুর্যোগের মধ্যে উদ্ধার কাজের ছবি। তেমনই একটি ঘটনা দেশটির সামদ্রুপজংখার জেলার ডামফু এলাকায় শিশু উদ্ধার।

গত ৪৮ ঘণ্টা ধরে প্রবল বর্ষণ ও হড়পা বানে বিচ্ছিন্ন বহু ভুটানি গ্রাম ও শহর। মাটি ও পাথরের ধস নেমেছে। এই দু দিন ধরে ডামফুর এই ভুটানি শিশু জলে ভিজে চুপসে কী করে বেঁচে রইল তাও বিস্ময়কর। কারণ, ভুটানের উচ্চ এলাকার তাপমাত্রা এমনিতেই কম। তার সঙ্গে দুর্যোগ। শিশুটির মা কী করে তাঁর সন্তানকে ধসের মধ্যে রক্ষা করবেন তাই জানেন না।

উদ্ধারকারী দল যখন ধস পেরিয়ে শিশুটিকে আনল, তার পুরো শরীর জলে মাটিতে মাখামাখি। ঝর্নার নিচ দিয়ে আনার সময় ঠান্ডা জলে কেউ একজন মু়খটা ধুয়ে দিলেন। এরপর শিশুটিকে এক মহিলার কোলে দেওয়া হয়। (সেই মহিলা সন্তানের মা কিনা জানা যায়নি)। গোটা উদ্ধারপর্বটি ভুটান থেকে বিশ্ব জুড়ে ছড়িয়েছে।

ভুটান আবহাওয়ার মন্ত্রক বলছে, আগামী কয়েকদিন আরও ভারি বর্ষণের সম্ভাবনা। আমো চু (তোর্ষা), ওয়াং চু (রায়ডাক) ও বিভিন্ন নদীর জলস্তর আরও বাড়বে। এর ফলে দক্ষিণ দিকে নদীগুলির নিন্ন গতিপথে ভারতের জেলাগুলিতে বন্যার প্রবল সম্ভাবনা। ইতিমধ্যে ভুটান সংলগ্ন ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং জেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীগুলি দু কুল ছাপিয়ে তীরবর্তী এলাকা ভাসাতে শুরু করেছে।