Bhutan: করোনায় ‘মৃত্যুহীন’ তকমা কাটিয়ে রেকর্ড মৃত্যু নজির ভুটানে

প্রসেনজিৎ চৌধুরী: প্রতিবেশি দেশ ভুটান (Bhutan) থেকে এসেছে করোনা হামলায় সে দেশে সর্বাধিক মৃত্যুর খবর। বিশ্বে যে কয়েকটি দেশ করোনাভাইরাস মোকাবিলায় সফল তাদের মধ্যে ভুটান…

Bhutan

প্রসেনজিৎ চৌধুরী: প্রতিবেশি দেশ ভুটান (Bhutan) থেকে এসেছে করোনা হামলায় সে দেশে সর্বাধিক মৃত্যুর খবর। বিশ্বে যে কয়েকটি দেশ করোনাভাইরাস মোকাবিলায় সফল তাদের মধ্যে ভুটান অন্যতম। তবে শনিবার সকালে ভুটানের সব সংবাদপত্রের ওয়েব সংস্করণে জানানো হয়েছে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা গত আড়াই বছরে সর্বাধিক।

ড্রাগনভূমি-বজ্র ড্রাগনের দেশে করোনায় কতজন মৃত?

ভুটানের জাতীয় সংবাদসংস্থা বিবিএস এবং ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে শুক্রবার এই দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৪ জন। এটাই এখনও পর্যন্ত সর্বাধিক।

রিপোর্টে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টা ধরে বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ বেড়েছে। চিন ও ভারতের মাঝে থাকা ভুটানের করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা চমকে গিয়েছে। গণস্বাস্থ্য কর্মসূচির ব্যাপক বিস্তার ও কঠোর কোভিড বিধি মেনে করোনা প্রকোপের ভয়াবহ সময়ে ভুটান ছিল মৃত্যুহীন। এই নিয়ে বিশ্ব জুড়ে কৌতূহল তুঙ্গে ওঠে। পরে কোভিডে মৃত্যুহীন তকমা হারায় ভুটান।

শনিবার সকালে ভুটান স্বাস্থ্যমন্ত্রক জানায়, প্রতিবেশি ভারতের লাগোয়া চুখা জেলার সীমান্ত বাণিজ্য শহর ফুন্টশোলিং জুড়ে বড়সড় সংক্রমণ চিত্র এসেছে। ফুন্টশোলিং শহরে নতুন করে সংক্রমিত ৩০ জন। এছাড়া আরও কিছু সীমান্ত শহরেও সংক্রমণ বেড়েছে। রাজধানী থিম্পুতেও সংক্রমণ বাড়ছে।

ফুন্টশোলিং শহরটির উল্টোদিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার জয়গাঁ। দক্ষিণ এশিয়ার অন্যতম বাণিজ্য কেন্দ্র এই দুই শহর। তবে করোনা সংক্রমণ কারণে ভুটান সরকার তাদের দেশে বিদেশি প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখেছে। ফুন্টশোলিং ও জয়গাঁর মাঝে বিখ্যাত ভুটান গেট বন্ধ। নিত্য প্রয়োজনীয় বাণিজ্যক কিছু লেনদেন চলছে।

পশ্চিমবঙ্গের মতো অসম লাগোয়া ভুটানের জেলেফু, সামদ্রুপজংখার জেলাতেও করোনা সংক্রমণের হার বেড়েছে। এদিকেও জেলেফুর ভুটান গেট বন্ধ।

ভুটান সরকারের বিখ্যাত বিপর্যয় মোকাবিলা দল ডি সুং বা কমলা যোদ্ধারা ভারত সীমান্ত বরাবর দুই দেশের দিকেই দুর্গম এলাকায় কোভিড বিরোধী লড়াই চালাচ্ছেন।

১৯৪৯ সালের মৈত্রী চুক্তি অনুসারে দুই দেশের মধ্যে আসা যাওয়া অবাধ। সীমান্ত খোলা। ফলে জঙ্গল পাহাড় দিয়ে ঘেরা ভুটান-ভারত আন্তর্জাতিক সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার করোনা সংক্রমণে চিন্তিত ভুটান সরকার।

অন্যদিকে, অসম, অরুণাচল প্রদেশ লাগোয়া আন্তর্জাতিক সীমান্তেও চলছে ভুটানি কমলা যোদ্ধাদের (অরেঞ্জ ফাইটার্স) করোনা বিরোধী অভিযান।