এবার আফ্রিকাতেও হামলা রুখল ভারতীয় সেনা

দেশের সীমান্ত রক্ষা হোক বা জঙ্গিদের হাত থেকে ভারতকে আগলে রাখা, সব জায়গাতেই ভারতীয় সেনা দৃঢ়ভাবে অবিচল। কিন্তু এখন ভারতীয় সেনার এই শক্তি সাত সমুদ্র…

দেশের সীমান্ত রক্ষা হোক বা জঙ্গিদের হাত থেকে ভারতকে আগলে রাখা, সব জায়গাতেই ভারতীয় সেনা দৃঢ়ভাবে অবিচল। কিন্তু এখন ভারতীয় সেনার এই শক্তি সাত সমুদ্র পেরিয়ে বাজছে। ভারতীয় সেনা গিয়ে হাজির হয়েছে কঙ্গোতে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা বাহিনীর অংশ ভারতীয় সেনাবাহিনীর একটি দল বিদ্রোহী সংগঠনের হামলা ব্যর্থ করেছে। তথ্য অনুযায়ী, গত ২২ মে এম-২৩ বিদ্রোহী দলটি ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআরসি) রুথশুরু এলাকার শাঙ্গিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (এমএনইউএসসিও) কঙ্গোর সেনাবাহিনী ও জাতিসংঘের সংগঠন স্টেবিলাইজেশন মিশনের অবস্থানগুলোতে অতর্কিত হামলা চালায়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

অতর্কিত হামলার সময় বিদ্রোহীরা গোলাবর্ষণ শুরু করে এবং রাষ্ট্রসংঘ ও কঙ্গো সেনাবাহিনীর লক্ষ্যবস্তু দখলের চেষ্টা করে। এই হামলার সঙ্গে সঙ্গেই ভারতীয় সেনারা শুধু পাল্টা লড়াই করেনি, বিদ্রোহীদের তাড়িয়েও দিয়েছে। এই প্রত্যাঘাতে ভারতীয় সেনাবাহিনীকে অন্যান্য দেশের সেনারাও সাহায্য করেছিল, যা এই শান্তি মিশনের অংশ। MNUSCO এর মতে, বিদ্রোহীদের বিরুদ্ধে দুটি আক্রমণকারী হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছিল।

১৯৯৯ সাল থেকে গৃহযুদ্ধে বিধ্বস্ত আফ্রিকার দেশ কঙ্গোতে ভারতীয় সেনাবাহিনীর একটি দল অবস্থান করছে। এই বিচ্ছিন্নতা জাতিসংঘের (ইউএন) এমএনইউএসসিও মিশনের অংশ। MNUSCO একটি ফরাসি শব্দ যা ইংরেজিতে পূর্ণ রূপ ধারণ করে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘ সংস্থার স্থিতিশীলতা মিশন। রাষ্ট্রসংঘ চার্টারের আওতায় গৃহযুদ্ধ বিধ্বস্ত কঙ্গোতে ভারতীয় সেনা মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

ভারতীয় সেনার এক কর্তা জানিয়েছেন, অদূর ভবিষ্যতেও যদি বিদ্রোহী গোষ্ঠী কোনও ধরনের হামলা চালায় সামরিক ঘাঁটি, রাস্তা ও কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ শহরে, তা হলে রাষ্ট্রসংঘ মিশনে যুক্ত অন্য দেশের সেনা-সহ যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। ভারতীয় সেনাবাহিনীর মানুস্কো মিশনে একটি সম্পূর্ণ ব্রিগেড রয়েছে অর্থাৎ প্রায় ৩,০০০ সেনা, যার নেতৃত্বে একজন ব্রিগেড পদমর্যাদার অফিসার রয়েছেন। অনেক সময় স্থানীয় মিলিশিয়ারাও ভারতীয় সেনা ছাউনিতে হামলা চালানোর চেষ্টা করেছে, যা প্রতিবারই ভারতীয় সেনারা ব্যর্থ করে দিয়েছে।