এবার চিনের দখলে নেপালের জমি!

ভারতের পর এবার নেপালের দিকে ‘নজর’ দিল চিন। সূত্রের খবর, চিন নেপালের জমি দখল করে রেখেছে। বলা হচ্ছে, নেপালের অজান্তেই সীমান্তে কাঁটাতার বসিয়েছে চিন। দু’বছর…

ভারতের পর এবার নেপালের দিকে ‘নজর’ দিল চিন। সূত্রের খবর, চিন নেপালের জমি দখল করে রেখেছে। বলা হচ্ছে, নেপালের অজান্তেই সীমান্তে কাঁটাতার বসিয়েছে চিন।

দু’বছর আগে গোর্খা জেলার রুইলায় নেপালের মাটিতে সামরিক ঘাঁটি তৈরি করেছিল চিন। এবার সেই এলাকাতেই কাঁটাতার লাগিয়ে সীমান্ত বন্ধ করে দিল চিন বলে খবর।

এদিকে নেপালের হিমালয় অঞ্চলের সীমান্ত নির্ধারণ করা হয়নি। এটি সীমানার প্রকৃত অবস্থান প্রকাশ করে না। মনে করা হচ্ছে, তারই সুযোগ নিয়ে নেপাল সীমান্তে ঢুকে কাঁটাতার লাগিয়েছে চিন। নেপালের গোর্খা জেলার রুইলা সীমান্ত নাকায় স্থানীয়রা এই তথ্য দিয়েছেন। নেপাল সীমান্তের দিকে কাঁটাতারের তার লাগিয়েছে চিন। তবে জেলা প্রশাসন বা নেপাল সরকার কেউই এখন পর্যন্ত এ বিষয়ে অবগত নয়।

এ বিষয়ে গোর্খা জেলার মুখ্য জেলা আধিকারিক শঙ্কর হরি আচার্য বলেন, “আমাদের কাছে এমন কোনও তথ্য নেই এবং চিনের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।’