নয়াদিল্লি: প্যালেস্তাইন (Palestine) এবং ইজরায়েলের (Israel) দ্বি-রাষ্ট্র নীতির পক্ষে বড় সাফল্য। আনুষ্ঠানিকভাবে প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল কানাডা সহ অস্ট্রেলিয়া এবং ব্রিটেন। প্যালেস্তাইনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আঘাবেকিয়ান শাহিন বলেন, “রবিবার ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে দ্বি-রাষ্ট্র নীতির পক্ষে নিজেদের অবস্থান স্থির করেছেন। যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্তাইনের শান্তি প্রতিষ্ঠা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এটি ঐতিহাসিক জয়।”
রামাল্লাহয় সাংবাদিকদের সেইসঙ্গে শাহিন এও বলেন, “হয়ত ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ার মত বিশ্বের তিনটি শক্তিধর দেশের দ্বি-রাষ্ট্র নীতিতে সমর্থন আগামীকালই যুদ্ধ বন্ধ করতে পারবে না। তবে পাকিস্তানের জন্য আগামীর পথকে আরও মসৃণ করল” ভিডিও বার্তায় কানাডার প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়ে জানান, ব্রিটেনের সঙ্গে কানাডাও আনুষ্ঠানিকভাবে প্যালেস্তাইনকে রাষ্ট্রের মর্যাদা দিল। পাশাপাশি, আন্টনি আলবানিক এবং মার্ক কারনিও সমাজমাধ্যমে একই কথা উল্লেখ করেন।
ভারত সহ ১৪২ টি দেশ দ্বিরাষ্ট্র নীতির পক্ষে আগেই সমর্থন জানিয়েছে
সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের “New York Declaration”-এ ফ্রান্স এবং সৌদি আরব কর্তৃক প্রস্তাবটিতে ভারত সহ ১৪২টি দেশ প্যালেস্তাইন এবং ইজরায়েল দ্বিরাষ্ট্র নীতির পক্ষে ভোট দেয়। আমেরিকা, ইজরায়েল সহ ১০টি বিপক্ষে এবং ১২টি দেশের ভোটদানে বিরত থাকে। আরব দেশগুলিও সমর্থনেই ভোট দেয়। ইজরায়েল, আমেরিকা সহ আর্জেন্টিনা, পাপুয়া নিউ গিনি, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, প্যারাগুয়ে, পালাও, নাউরু এবং টঙ্গা প্রস্তাবের বিরোধিতা করে।
প্যালেস্তাইন নিয়ে সিদ্ধান্তে অনড় নেতানিয়াহু
ইসরায়েল এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। কিছু মন্ত্রী এটিকে অপ্রাসঙ্গিক বলে উড়িয়েও দিয়েছেন। ইজরায়েলের মতে এতে বাস্তবতার কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে, দ্বিরাষ্ট্র নীতির পক্ষে থাকা সব দেশেরই বক্তব্য, ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই কেবল প্যালেস্তাইন রাষ্ট্র অর্জন করা সম্ভব। কিন্তু ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চলতি মাসেই ঘোষণা করেছেন, “বিশ্বে প্যালেস্তাইন নামক কোনও দেশের অস্তিত্ব থাকবে না”।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
