বুধবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেকঅফের সময় সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান ভেঙে পরে। । প্রেমনাথ ঠাকুর জানান, সকাল ১১টার দিকে পোখারাগামী বিমানটিতে বিমানের ক্রুসহ ১৯ জন ছিলেন যা দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
#WATCH | Plane crashes at the Tribhuvan International Airport in Nepal’s Kathmandu
Details awaited pic.twitter.com/DNXHSvZxCz
— ANI (@ANI) July 24, 2024
Kathmandu Post খবরে বলা হয়েছে, বুধবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেকঅফের সময় সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান ভেঙে পরে। । বিমানটি কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল। পুলিশ এবং দমকল কর্মীদের উদ্ধার অভিযান চালানো হচ্ছে। পোখরাগামী ফ্লাইটটি টেকঅফের সময় রানওয়েতে দুর্ঘটনাটি ঘটে। ত্রিভুবন বিমানবন্দরের মুখপাত্র সুবাস ঝা জানিয়েছেন, বিমানটির ভেঙে পড়া অংশ থেকে ধোঁয়া অনেক দূর থেকে দেখা যাচ্ছে।
আন্তর্জাতিক পর্যটন নগরী কাঠমান্ডু। নেপালের এই রাজধানী শহরে বিভিন্ন দেশের পর্যটকরা আসেন। তারা ও নেপালিরা দেশের বিভিন্ন অংশে যেতে বেসরকারি ছোট বিমানের যাত্রী হন।
বর্তমানে বন্ধ করে দেওয়া দেওয়া হয়েছে বিমানবন্দরটি। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১৮ জন ক্রু সদস্য ও যাত্রীদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমানের পাইলট ৩৭ বছর বয়সী ক্যাপ্টেন মনীশ শাক্যকে উদ্ধার করে সিনামঙ্গলের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। র্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। অগ্নিনির্বাপক ও নিরাপত্তা কর্মীরা আগুন নেভাতে এবং জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে রয়েছেন। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে টেকঅফের সময় রানওয়ে থেকে স্কিড্ করে ভেঙে পরে বিমানটি। ১৭ জন প্রযুক্তিবিদ পোখরা শহরে অন্য একটি বিমান মেরামত করার জন্য যাচ্ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।